ইতিমধ্যে নতুন ইনভেস্টের হিসেবে ইমামির নাম ঘোষণা করা হয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) তরফে। তবুও দল বদলের বাজারে কেমন যেনো মিইয়ে আছে লাল হলুদ ব্রিগেড। কিন্তু প্রতিপক্ষের ক্লাব গুলো এখানেও কেমন যেনো চেপে ধরতে চাইছে শতাব্দী প্রাচীন ক্লাব’কে। ইতিমধ্যে দল বদলের বাজারে বেশ কিছু ফুটবলার স্কোয়াডে নেবে বলে একপ্রকার ঠিক করে রেখেছ ইস্টবেঙ্গল। এবার সেই সব ফুটবলারকে অন্যান্য দল গুলো নিতে উঠেপড়ে লেগেছে।
এমন সময় তৈরী হয়েছে জোর সম্ভাবনা, ইস্টবেঙ্গলের নজরে থাকা জিথিন এম এস’কে দলে পেতে ঝাপাচ্ছে নর্থইস্ট ইউনাইটেড (Northeast United)। গোকুলাম কেরালার হয়ে আইলিগ জেতা জিথিন’কে দলে পেতে নাকি প্রস্তাব দেওয়া হয়েছে জন আব্রাহামের ক্লাবের তরফে।
সূত্রের খবর অনুযায়ী জিথিন’কে দলে পেতে মোটা অংকের প্রস্তাব দেওয়া হয়েছে নর্থ ইস্টের তরফে।এবছর মার্চ মাসে জিথিন’কে প্রস্তাব দিয়েছিল ইস্টবেঙ্গল।কিন্তু এরপর তার সাথে তেমন ভাবে কথা বার্তা এগোয়নি ক্লাব কর্তৃপক্ষ।এই পরিস্থিতি’র সুযোগ নিতে উঠেপড়ে লেগেছে নর্থ ইস্ট ইউনাইটেড।গত আইলিগে গোকুলাম কেরালার হয়ে ৪ টি গোল করার পাশাপাশি দুটি গোল করিয়েছিলেন তিনি।এছাড়া আইলিগ এবং এএফসি কাপে দারুণ ফুটবল খেলা এমিল বেনিকে ক্লাবে আনতে চাইছে এই আইএসএলের ক্লাব।