কাউকোর সঙ্গে কথাবার্তা এগোচ্ছে নর্থইস্ট ইউনাইটেড

নতুন সিজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি ক্লাব। কলকাতার তিন প্রধান থেকে শুরু করে আইএসএল জয়ী মুম্বাই সহ সকলেই। পিছিয়ে নেই জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড…

Joni Kauko

নতুন সিজনের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রত্যেকটি ক্লাব। কলকাতার তিন প্রধান থেকে শুরু করে আইএসএল জয়ী মুম্বাই সহ সকলেই। পিছিয়ে নেই জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC)। কোচ হুয়ান পেদ্রো বেনোলীকের তত্ত্বাবধানে এই সিজনের শুরুটা যথেষ্ট ভালো হলেও পরবর্তীতে তা স্থায়ী হয়নি। একের পর এক ম্যাচে পরাজয় নেমে এসেছে তাদের। বিশেষ করে ইমামি ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হওয়ার পর থেকে একেবারে হতশ্রী পারফরম্যান্স হতে তাকে তাদের।

যারফলে অনেকটাই পিছিয়ে যেতে হয় তাদের। পয়েন্ট টেবিলের তলানিতে এসে যাওয়ার ফলে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ও ছিটকে যেতে হয়েছিল তাদের। যা প্রচন্ড হতাশ করে দলের সমর্থকদের।

   

কিন্তু এবার ঘুরে দাঁড়াতে মরিয়া নর্থইস্ট ইউনাইটেড। নতুন সিজনে নিজেদের মেলে ধরতে আরো শক্তিশালী দল তৈরি করাই লক্ষ্য এই দলের। সেইমর্মে একাধিক দেশী ও বিদেশী ফুটবলারদের দিকে নজর পড়েছে তাদের। যাদের মধ্যে অনেকের সঙ্গেই চুক্তি চূড়ান্ত করার পথে এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে এবার উঠে আসল মোহনবাগান দলের অন্যতম দাপুটে ফুটবলারের নাম। তিনি জনি কাউকো। ফিনল্যান্ডের এই দাপুটে ফুটবলারের দৌলতে এবারের সিজনে যথেষ্ট ভালো পারফরম্যান্স থেকেছে দলের। শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারানোর পাশাপাশি টুর্নামেন্টের শিল্ড ও জয় করেছে বাগান ব্রিগেড। তাই নতুন মরশুমে এএফসি চ্যাম্পিয়নস লিগের মতো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে দল।

সেজন্য, নিজেদের দলকে আরো শক্তিশালী করার লক্ষ্য সবুজ-মেরুন ম্যানেজমেন্টের। যারফলে, নিজেদের দলের একাধিক ফুটবলারদের রিলিজ করে দেওয়ার পরিকল্পনা ম্যানেজমেন্টের। এবার সেজন্য উঠে আসতে শুরু করেছে জনি কাউকোর নাম। মনে করা হচ্ছে নতুন সিজনে সবুজ-মেরুন জার্সিতে আর খেলা হবেনা এই ফুটবলারের। যতদূর জানা গিয়েছে, তাকে নেওয়ার জন্য আসরে নেমেছে আইএসএলের একাধিক ফুটবল ক্লাব। সেক্ষেত্রে অনেকটাই এগিয়ে হুয়ান পেদ্রো বেনোলীকের নর্থইস্ট ইউনাইটেড। বিশেষ সূত্র মারফত খবর, তার সাথে নাকি কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে এই ফুটবল ক্লাব। সব ঠিকঠাক এগোলে নতুন মরশুমে জন আব্রাহামের দলে দেখা যেতে পারে এই ফুটবলারকে।