আগত সেপ্টেম্বর মাসের শেষের দিকেই শুরু হতে চলেছে হিরো আইএসএলের নতুন সিজন। সেকথা মাথায় রেখে অনেক আগে থেকেই দল গঠনের কাজকর্ম সেরে নিয়ে বর্তমানে নিজেদের প্রি সিজেন শুরু করে দিয়েছে ক্লাব গুলি। এছাড়াও ডুরান্ড কাপে ও নিজেদের ঝালিয়ে নিয়েছে বেশ কয়েকটি দল। গতকাল সেমিফাইনালে নিজেদের অভিযান শেষ করেছে নর্থইস্ট (North East United)।
গতবারের পারফরম্যান্স খুব একটা ভালো না হলেও নয়া মরশুমের জন্য পেদ্রো বেনোলিককে দায়িত্ব দেওয়ার পর থেকেই নতুন করে সেজে ওঠে আইএসএলের এই ফুটবল ক্লাব। নতুন তারকা ফুটবলারদের দলে টানার পাশাপাশি ফিরিয়ে আনা হয় পুরোনো বেশকিছু ফুটবলারদের।
যাদের মধ্যে রয়েছেন অন্যতম লেফট উইঙ্গার রিডিম ট্যালাং। একটা সময় শিলং লাজং এফসির মাধ্যমে পেশাদার ফুটবলার হিসেবে সূচনা করেছিলেন এই ফুটবলার। পরবর্তীতে সুযোগ পান নর্থইস্ট ইউনাইটেডে। সেবার প্রথম আইএসএলে খেলতে আসা। তারপর কয়েক মরশুম অন্তর অন্তর এফসি গোয়া ও ওডিশা এফসি দলের হয়ে খেলেন এই ভারতীয় উইঙ্গার। তারপর শেষ মরশুমে পেনার তত্ত্বাবধানে এফসি গোয়া দলে খেললেও ফের এসেছেন নর্থইস্ট ফুটবল দলে। এছাড়াও মুকুল পানোয়ার থেকে শুরু করে ফাল্গুনীর মতো ফুটবলারদের ও ডেস্টিনেশন থেকেছে এই নর্থইস্ট ইউনাইটেড।
#NEUFC can confirm the departures of Dipu Mirdha & Jestin George and would like to wish them the best for their careers. pic.twitter.com/YSWWfXawhB
— NorthEast United FC (@NEUtdFC) August 30, 2023
তবে এক্ষেত্রে নতুন ফুটবলার আনার দরুন নিজেদের দলের একাধিক ফুটবলারদের ও ছাড়তে হয় জন আব্রাহামের দলকে। তার মধ্যেই এবার আরও দুইজন ফুটবলারদের ছাড়ল এই ফুটবল দল। যাদের মধ্যে রয়েছেন দিপু মির্ধা ও জেস্টিন জর্জ। গত কয়েক মরশুমে এই দলের জার্সিতে থাকলেও নামের প্রতি খুব একটা সুবিচার করতে পারেননি তাদের কেউ। যারফলে, এবার তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আইএসএলের এই ফুটবল ক্লাব। যতদূর জানা গিয়েছে, নয়া মরশুমে আইলিগে খেলার পরিকল্পনা রয়েছে দুই তারকার।