Transfer Window: ফর্মে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সই করানোর পথে ISL ক্লাব

Transfer Window: নতুন করে দল সাজাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড। মনে করা হচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড Ibson Melo -কে দলে নেওয়ার ব্যাপারে অনেকটা এগিয়েছে ক্লাব।

Ibson Melo

short-samachar

Transfer Window: নতুন করে দল সাজাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড। মনে করা হচ্ছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড Ibson Melo -কে দলে নেওয়ার ব্যাপারে অনেকটা এগিয়েছে ক্লাব। ফ্রি ট্রান্সফারে ভার্সেটাইল এই ফুটবলারকে দলে নিতে পারে ক্লাব। গত মরসুমেও ফর্মে ছিলেন মেলো।

   

ব্রাজিলের Ibson Melo সিনিয়র ফুটবল কেরিয়ারে খেলেছেন একাধিক ক্লাবে। ৩৩ বছর বয়সী এই ফুটবলার ভার্সেটাইল ফুটবলার হিসেবে পরিচিতি। খেলেন মূলত আক্রমণ ভাগে। ফরোয়ার্ড পজিশনের পাশাপাশি উইং বরাবর খেলতেও তিনি পারদর্শী। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ফ্রি ট্রান্সফারে মেলোকে দলে চূড়ান্ত করার পথে রয়েছে ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড।

তেত্রিশ বছর বয়সী ইবসন মেলোর জন্ম ব্রাজিলের রেসিফেতে। উচ্চতা ৫ ফুট ১০ ইঞ্চির বেশি। বিশ্বের একাধিক ক্লাবে খেললেও আন্তর্জাতিক স্তরে দারুণ নামকরা কোনো ক্লাবে খেলেননি। তবে যেখানেই গিয়েছেন গোল করেছেন। এশিয়ান ফুটবল সম্পর্কে যথেষ্ট ধারণা রয়েছে তার। কেরিয়ারের শুরুর দিকে সাইপ্রাসের একাধিক ক্লাবে খেললেও ভালো সময় কাটিয়েছেন এশিয়ায়।

কেরিয়ারের বিগত কয়েক মরসুম এশিয়ান ক্লাবে খেলেছেন ইবসন মেলো। ধারাবাহিকভাবে খেলেছেন থাই লীগে। থাইল্যান্ডে কাটিয়েছে কেরিয়ারের অন্যতম সেরা সময়। ২০১৯ সাল থেকে টানা রয়েছেন থাইল্যান্ডের ক্লাবে। সামুত প্রকন সিটি, সুখোথাই এবং সর্বশেষ খোন কায়েন ইউনাইটেডের হয়ে থাই লীগে মাঠে নেমেছেন। এই তিনটি ক্লাবের হয়ে প্রচুর গোল করেছেন। বিগত দুটি মরসুমে পঞ্চাশের বেশি ম্যাচ খেলে করেছেন কুড়িটির বেশি গোল।