স্প্যানিশ ফরোয়ার্ড গুইলারমো ফার্নান্দেজ হিয়েরোকে (Guillermo Fernandez Hierro) সই (Transfer News) করিয়ে নিয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসি (North East United FC)। ৩১ বছর বয়সী ফার্নান্দেজ অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে কেরিয়ার শুরু করেছিলেন। ২০১৩ সালে লা লিগায় অভিষেক হয় তাঁর। ফার্নান্দেজ ফিনিশিংয়ের জন্য পরিচিত। পরে এলচে, সিডি নুমানসিয়া এবং কালচারাল লিওনেসার মতো ক্লাবের হয়ে খেলেছেন।
পরপর ম্যাচে পয়েন্ট খুইয়ে ৮ দলের পর Mohun Bagan
গুইলারমোর উল্লেখযোগ্য কৃতিত্বের মধ্যে রয়েছে এফসি পোর্তোর বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে গোল করা। লা লিগা, কোপা দেল রে-তেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। বিভিন্ন আক্রমণাত্মক ভূমিকায় মানিয়ে নেওয়ার দক্ষতা তাঁর রয়েছে। এর আগে ধারাবাহিকভাবে নিজের দক্ষতা দেখিয়েছেন ফার্নান্দেজ।
স্পেনের শীর্ষ লিগগুলিতে তাঁর অভিজ্ঞতা নর্থইস্ট ইউনাইটেড এফসি’র জন্য হতে পারে মূল্যবান সম্পদ। দলের আক্রমণাত্মক লাইন-আপকে শক্তিশালী করতে পারেন তিনি। আসন্ন মরসুমে গুইলেরমো যথেষ্ট প্রভাব ফেলতে পারবে বলে আশাবাদী ক্লাব।
An unexpected call, a familiar voice. ⚡️#Highlanders, who do you think it is? 👀#NEUFC #StrongerAsOne #8States1United pic.twitter.com/4nQmz8KQnj
— NorthEast United FC (@NEUtdFC) July 6, 2024
ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবে নিশ্চিত হওয়ার পর গুইলারমো বলেছেন, ‘দল ও কোচিং স্টাফদের সঙ্গে কাজ করার জন্য আমি মুখিয়ে রয়েছি। ক্লাব আমার উপর আস্থা দেখিয়েছে এবং আমি তাদের প্রতিদান দেওয়ার জন্য প্রস্তুত।’
Brazil vs Uruguay: দশজনের উরুগুয়ের সঙ্গে এঁটে উঠতে পারল না ব্রাজিল
প্রধান কোচ হুয়ান পেদ্রো বেনালির মতে, ‘গুইলারমো খুবই অভিজ্ঞ একজন পেশাদার ফুটবলার। ওর কেরিয়ার থেকেই সেটা স্পষ্ট। আমাদের আক্রমণভাগে প্রয়োজনীয় শক্তি যোগাবে। ওকে আমাদের দলে নিতে পেরে আমি খুশি।’