Noah Sadaoui: এবার এই মরোক্কান তারকাকে দলে টানতে পারে কেরালা ব্লাস্টার্স

পুরোনো সমস্ত কিছু ভুলে চলতি মরশুমে অনবদ্য ছন্দে রয়েছে কেরালা ব্লাস্টার্স। নজর কেড়েছেন তাদের বিদেশি ফুটবলার নোয়াহ (Noah Sadaoui)। গত সিজনে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরু…

পুরোনো সমস্ত কিছু ভুলে চলতি মরশুমে অনবদ্য ছন্দে রয়েছে কেরালা ব্লাস্টার্স। নজর কেড়েছেন তাদের বিদেশি ফুটবলার নোয়াহ (Noah Sadaoui)। গত সিজনে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে বেঙ্গালুরু এফসির কাছে বিতর্কিত ভাবে পরাজিত হতে হয়েছিল তাদের। তবে সেই ম্যাচে দল তুলে নেওয়ার দরুন শাস্তির মুখে পড়তে হয়েছিল দলের কোচ ইভান ভুকমানোভিচকে‌।

Advertisements

এছাড়াও বিরাট ক্ষতিপূরণ ও দিতে হয়েছিল তাদের। যার দরুণ প্রভসুখান সিং গীল থেকে শুরু নিশু কুমারের মতো ফুটবলারদের পাঠাতে হয়েছে অন্য দলে। এছাড়াও আর্থিক দিক থেকে যথেষ্ট চাপের মুখে পড়তে হয় তাদের। তবুও সমস্ত কিছু দূরে ঠেলে নিজেদের সীমিত শক্তি নিয়ে এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফে নিজেদের নিশ্চিত করেছে কেরালা ব্লাস্টার্স। 

বিজ্ঞাপন

তবে শেষ দুইটি ম্যাচে বেঙ্গালুরু ও মোহনবাগান সুপারজায়ান্টসের মতো দলের কাছে পরাজিত হয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। মেরিনার্সদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেও শেষ পর্যন্ত পয়েন্ট আসেনি‌ তাদের ঘরে। তবে এবার নিজেদের ছন্দ বজায় রাখাই এখন এক মাত্র লক্ষ্য তাদের। সেই মর্মেই এবার কলকাতা ময়দানের আরেক প্রধান ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের মুখোমুখি হবে প্রবীর-শচীনরা। কেরালার পাশাপাশি ইস্টবেঙ্গলের অবস্থা ও একেবারে তথৈবচ। ওডিশা এফসি থেকে শুরু করে গোয়া এবং চিরপ্রতিবন্ধী ক্লাব মোহনবাগান সুপারজায়ান্টসের কাছে পরাজিত হতে হয়েছে। এবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে লাল-হলুদ ব্রিগেড। 

তবে এখন থেকেই নতুন মরশুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে কেরালা। সেক্ষেত্রে দলের সার্বিয়ান কোচ ইভান ভুকমানোভিচ আদৌও থাকবেন কিনা তা এখনো চূড়ান্ত নয়। এসবের মাঝেই উঠে আসছে নয়া তথ্য। আগামী দুইটি মরশুমের জন্য নাকি এফসি গোয়া ছেড়ে কেরালার বুকে পা রাখতে চলেছেন নোয়া সাদাউ।

চলতি মরশুমে এফসি গোয়ার জার্সিতে যথেষ্ট নজর কেড়েছেন এই মরোক্কান তারকা। বল পায়ে গোল ও করেছেন অনেকগুলি। তাই এখন থেকেই নাকি এই দাপুটে ফুটবলারের সঙ্গে কথাবার্তা এগিয়ে রাখছে দক্ষিণের এই ফুটবল দল। সব ঠিকঠাক থাকলে, আগামী মরশুমে কেরালার জার্সিতে দেখা যেতে পারে এই দাপুটে খেলোয়াড়কে।