Sunday, December 7, 2025
HomeSports NewsMohun Bagan : ছুটি নেই হাবাসের ক্লাসে, ৪ ঘণ্টায় ওড়িশা থেকে কলকাতা

Mohun Bagan : ছুটি নেই হাবাসের ক্লাসে, ৪ ঘণ্টায় ওড়িশা থেকে কলকাতা

- Advertisement -

ছুটি? অ্যান্টোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)’ স্যারের ‘ ক্লাবে আপাতত ছুটির কোনো প্রশ্নই নেই। ম্যাচের পরের দিনেই প্র্যাকটিস। তড়িঘড়ি ওড়িশা (Odisha) থেকে কলকাতায় মোহন বাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। 

ওড়িশার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে সুবিধা করতে পারেনি মোহন বাগান সুপার জায়ান্ট। একাধিক গোলের সুযোগ হেলায় হারিয়ে জুটেছে এক পয়েন্ট। পুরো পয়েন্ট পেলে ইন্ডিয়ান সুপার লীগ পয়েন্ট তালিকার প্রথম স্থানে চলে যেতে পারতো দল। জোরালো হতো লীগ শিল্ড জয় করার সম্ভাবনা। সম্ভাবনা এখনও আছে।

   

শিল্ড জয় করার সম্ভাবনা এখনও পুরো মাত্রায় রয়েছে। তাই কোনো ঢিলেমি দিতে চাইছেন না হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। ওড়িশা এফসির বিরুদ্ধে ম্যাচের পরের দিন থেকেই প্র্যাকটিস করতে নামছেন মোহন বাগান সুপার জায়ান্টের ফুটবলাররা। জানা গিয়েছে, ভুবনেশ্বর থেকে কলকাতায় মাত্র ৪ ঘণ্টায় এসেছে দল। শহরে আসার পর কিছুটা বিশ্রাম। তারপরেই অনুশীলন। 

জিতলে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে থাকতে পারতো মোহন বাগান। এখন রয়েছে তিন নম্বরে। মুম্বই সিটি এফসি উঠে এসেছে দ্বিতীয় স্থানে। প্রথম স্থানে রয়েছে ওড়িশা এফসি। তিন দলের মধ্যে পয়েন্টের ব্যবধান নামমাত্র- ওড়িশা এফসি (৩২ পয়েন্ট), মুম্বই সিটি এফসি (৩১ পয়েন্ট), মোহন বাগান সুপার জায়ান্ট (৩০ পয়েন্ট)। বাগানের পরের ম্যাচের জামশেদপুর এফসির বিরুদ্ধে। এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট তুলে নিতে চাইবেন হাবাস। ১ মার্চ সল্টলেক স্টেডিয়ামে হবে ম্যাচ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular