Mohun Bagan: মোহনবাগানের গোলকিপার লিস্টেই নেই, অমরিন্দর অনেক এগিয়ে

এক মরসুমে দু’টি ট্রফি। ত্রিমুকুট জয়ের দোরগোড়ায় ছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। ইন্ডিয়ান সুপার লিগ কাপ তাঁবুতে না এলেও ২০২৩-২৪ মরসুমে সাফল্য পেয়েছে মোহনবাগান।…

vishal kaith mohun bagan

এক মরসুমে দু’টি ট্রফি। ত্রিমুকুট জয়ের দোরগোড়ায় ছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan)। ইন্ডিয়ান সুপার লিগ কাপ তাঁবুতে না এলেও ২০২৩-২৪ মরসুমে সাফল্য পেয়েছে মোহনবাগান। ভরসার পাত্র হয়ে উঠেছিলেন বাগান দূর্গের শেষ প্রহরী বিশাল কাইথ। কিন্তু তিনি যে লিস্টেই নেই!

   

Mohun Bagan: মরসুম শেষে কী করছেন রাজ বাস্ফোর? নিজেই দিলেন আপডেট

কোন লিস্টের কথা বলা হচ্ছে? সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল ওয়েব সাইটে গোলকিপারদের পরিসংখ্যান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ২০২৩-২৪ মরসুমে সবথেকে বেশি সেভ করা পাঁচ গোলরক্ষকের নাম তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এই পাঁচজনের তালিকায় মোহনবাগান সুপার জায়ান্টের গোলরক্ষক বিশাল কাইথের নাম নেই। তালিকায় সবার থেকে এগিয়ে রয়েছেন ওডিশা এফসির গোলকিপার অমরিন্দর সিং। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ম্যাচে ৮১ টি সেভ করেছেন তিনি।

ইন্ডিয়ান সুপার লিগ ২০২৩-২৪ মরসুমে তিরিশের কম গোল হজম করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। মাত্র ২৬ গোল হজম করেছিল দল। একা শুধু বিশাল কাইথ নন, প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার ক্ষেত্রে সবুজ মেরুনের রক্ষণভাগের ফুটবলাররা রুখে দাঁড়িয়েছিলেন। এই আইএসএল মরসুমে বাগানের পক্ষে গোল পার্থক্য ছিল +২১।

Antonio Lopez Habas: আরও এক পুরস্কার পেয়ে যেতে পারেন হাবাস

আইএসএল ২০২৩-২৪ মরসুমে সবথেকে বেশি সেভ করা ৫ গোলরক্ষক-

  • অমরিন্দর সিং (ওড়িশা এফসি)- ২৪ ম্যাচে ৮১টি সেভ
  • গুরপ্রীত সিং সান্ধু (বেঙ্গালুরু এফসি)- ২২ ম্যাচে ৭০টি সেভ
  • দেবজিৎ মজুমদার (চেন্নাইয়িন এফসি)- ১৯ ম্যাচে ৬৬টি সেভ
  • রেহেনেশ টিপি (জামশেদপুর এফসি)- ২০ ম্যাচে ৬১টি সেভ
  • প্রভসুখন সিং গিল (ইস্টবেঙ্গল)- ২১ ম্যাচে ৫৪টি সেভ