শুধুমাত্র জয় নয়, অন্তত দুই গোলের ব্যবধানও বজায় রাখতে হবে। এরকমই লক্ষ্য নিয়ে আজ পালতোলা নৌকা (Mohun Bagan) মিশন লিগ শিল্ডে মুখোমুখি হচ্ছে শক্তিশালী জামশেদপুর এফসির (Jamshedpur FC)। টানা ছয় ম্যাচ জিতে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে জামশেদপুর এফসি। তাই গতবারের আইএসএল রানার্সআপ এটিকে মোহনবাগানের কাছে কাজটা শুধু কঠিনই নয়, বেশ কঠিন। আর তাই এই ম্যাচকেই ফাইনাল বলে ধরে নিয়েছেন বাগান ফুটবলাররা।
ইস্পাতনগরীর দল যদি এক গোল করে, তা হলে রয় কৃষ্ণাদের তিন গোল দিতে হবে। ড্যানিয়েল চিমারা যদি দু’গোল দেয়, ডেভিড উইলিয়ামসদের চার গোল করতে হবে। তা হলেই লিগ টেবলের শীর্ষে উঠে আগামী বছর এশিয়ার সেরা ক্লাব লিগ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারবে এটিকে মোহনবাগান।
আরও পড়ুন: ISL: ফারাক ঘোচাতে মরিয়া কৃষ্ণারা
এই ম্যাচে নামার আগে অবশ্য যুযুধান দুই শিবিরেই হাতছানি দিচ্ছে নজির। টানা ১৫ ম্যাচে অপরাজিত থেকে এটিকে মোহনবাগান যেমন আইএসএলের ইতিহাসে নতুন নজিরের দোরগোড়ায়, তেমনই টানা সাতটি ম্যাচ জিতলেও নতুন রেকর্ড গড়বে জামশেদপুর। কিন্তু এসব ইতিহাস নিয়ে মাথা ঘামাতে নারাজ দু’পক্ষই। পাখির চোখ শুধুই লিগ শিল্ড।
জামশেদপুর ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট পেয়ে এখন লিগ শীর্ষে। হায়দরাবাদ ২০ ম্যাচে ৩৮ পেয়ে দুই নম্বরে। এটিকে মোহনবাগান ১৯ ম্যাচে ৩৭ পেয়ে তিনে। তাই এদিন ম্যাচ ড্র হলে ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ শিল্ড যাবে জামশেদপুরের ঘরে। হারলেও তারাই সেই খেতাব পেতে পারে, যদি না দু’গোল বা তার বেশি ব্যবধানে হারে। আর জিতলে তো কোনও কথাই নেই!
আরও পড়ুন: East Bengal: হাবাসকে ইস্টবেঙ্গল কোচ হিসেবে নিয়োগের সম্ভাবনা প্রবল
ম্যাচের ফলাফল কী হলে লিগ অবস্থান কীরকম হবে, এবার দেখে নেওয়া যাক সেটাই। জামশেদপুর জিতলে তারা শীর্ষে থেকে লিগ শিল্ড পাবে এবং সবুজ-মেরুন লিগ শেষ করবে তিন নম্বর থেকে। এক পয়েন্টে এগিয়ে থেকে দুই নম্বরে থাকবে হায়দরাবাদ। তবে ড্র হলে হায়দরাবাদকে টপকে দ্বিতীয়স্থানে উঠে আসবে বাগান। কারণটা অবশ্য গোলপার্থক্য নয়। দুই লেগের মুখোমুখি সাক্ষাতে ৪-৩ গোলে এগিয়ে রয়েছে কলকাতার জায়ান্ট ক্লাবটি। গোলপার্থক্যের বিচারে অবশ্য মোহনবাগানের (১২) থেকে এই মুহূর্তে অনেকটা এগিয়ে হায়দরাবাদ (২০)। ড্র হলেও এই ব্যবধান বজায় থাকবে। কিন্তু দুই লেগের মিলিত ফলের বিচারে দুইয়ে লিগ শেষ করবে জুয়ান ফেরান্দোর দল।
জামশেদপুরের বিরুদ্ধে প্রথম লেগের ২-১ গোলে হেরেছিল মোহনবাগান। ফলে এই ম্যাচে মোহনবাগান এক গোলে জিতলে দুই লেগ মিলিয়ে ম্যাচ ড্র হবে। সেক্ষেত্রে গোলপার্থক্যের বিচারে মোহনবাগানকে টেক্কা দিয়ে যাবে ইস্পাতনগরীর দল। তাদের গোলপার্থক্য এই মুহূর্তে ২০। বাগানের কাছে এক গোলে হারলে সংখ্যাটা দাঁড়াবে ১৯-এ। সেখানে সবুজ-মেরুনের গোলপার্থক্য ১২ থেকে বেড়ে হবে ১৩। সেই কারণেই দুই গোলে জয় ছাড়া আর কোনও পথ খোলা নেই বাগানের সামনে। যদি ২-০ গোলে জামশেদপুরকে হারায়, তাহলে দুই লেগ মিলিয়ে মোহনবাগান এগিয়ে থাকবে ৩-২ গোলের ব্যবধানে। ম্যাচের ফলাফল ৩-১ বা ৪-২ হলে, দুই লেগ মিলিয়ে বাগানের পক্ষে লিড হবে ৪-৩, ৫-৪ ইত্যাদি। সেক্ষেত্রে গঙ্গাপাড়ের ক্লাবে আসবে লিগ শিল্ড। প্রথমবার আইএসএলের প্রথম চারে পা রাখার জামশেদপুর এফসিকে লিগ শেষ করতে হবে দুইয়ে।