মোহনবাগানে নেই একজনও বাঙালি স্ট্রাইকার!

    কলকাতা ফুটবল লিগ ২০২৪ এর জন্য স্কোয়াড ঘোষণা করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। প্রত্যাশা মতো স্কোয়াডে রয়েছেন এক ঝাঁক তরুণ ফুটবলার। রয়েছেন কয়েকজন…

Mohun Bagan Suhail Ahmad Bhat

short-samachar

   

কলকাতা ফুটবল লিগ ২০২৪ এর জন্য স্কোয়াড ঘোষণা করেছে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। প্রত্যাশা মতো স্কোয়াডে রয়েছেন এক ঝাঁক তরুণ ফুটবলার। রয়েছেন কয়েকজন ভূমিপুত্র। কিন্তু নেই কোনও বাঙালি ফরোয়ার্ড।

মোহনবাগান সুপার জায়ান্টের ঘোষণা করা স্কোয়াডে বেশিরভাগ অন্য রাজ্যের ফুটবলার। নিজ রাজ্যের ফুটবলার মাত্র ত্তেরোজন। গোলকিপার পজিশনে সবথেকে বেশি ভূমিপুত্র রয়েছেন। রক্ষণ বিভাগে রয়েছেন চার বাঙালি, মাঝমাঠে তিনজন ও উইঙ্গার হিসেবে স্কোয়াডে রয়েছেন তিন ভূমিপুত্র।

কলকাতা ফুটবল লিগ ২০২৪ এর জন্য মোহনবাগানের স্কোয়াড:
গোলকিপার : সৈয়দ জাহিদ হোসেন, অভিষেক বলোয়ারি, নন্দন রায়, রাজা বর্মন।
ডিফেন্ডার: সুমিত রাঠি, দীপেন্দু বিশ্বাস, রাজ বাস্ফোর, আমনদীপ, সৌরভ ভানওয়ালা, লিওয়ান কাস্তানহা, ব্রিজেশ গিরি, সায়ন দাস, সোরোখাইবাম প্রীতম, চন্দন যাদব, রবি রানা।

মিডফিল্ড: অভিষেক সূর্যবংশী, ইংসন সিং, শিবাজিৎ সিং, থামসল টংসিন, কিপগেন, সন্দীপ মালিক, সাহিল কর, সের্ত, ফারদিন আলি মোল্লা।
উইং: টাইসন সিং, উত্তম হাঁসদা, তপন হালদার, সালাউদ্দিন আদনান, আকাশ সিং।
ফরোয়ার্ড: সুহেল আহমেদ ভাট, আদিল আব্দুল্লা, বিনয় মুরগোদ।

এই স্কোয়াডে ভূমিপুত্র কে কে?
অভিষেক বলোয়ারি, নন্দন রায়, রাজা বর্মন, দীপেন্দু বিশ্বাস, রাজ বাস্ফোর, ব্রিজেশ গিরি, সায়ন দাস, সন্দীপ মালিক, সাহিল কর, ফারদিন আলি মোল্লা, উত্তম হাঁসদা, তপন হালদার, আকাশ সিং।