প্যারিসে পদক জিতলেন দরিদ্র কৃষক ঘরের কন্যা

এবারের অলিম্পিক্সে ব্যাডমিন্টনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। তবে চলতি প্যারা অলিম্পিক্সে দেশের পদকের ঝুলি ভরিয়ে তুলছেন ভারতীয় প্যারা শাটলাররা। সোমবার সকালে পুরুষদের সিঙ্গলসে ভারতের…

Nithya Sre Sivan

এবারের অলিম্পিক্সে ব্যাডমিন্টনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। তবে চলতি প্যারা অলিম্পিক্সে দেশের পদকের ঝুলি ভরিয়ে তুলছেন ভারতীয় প্যারা শাটলাররা। সোমবার সকালে পুরুষদের সিঙ্গলসে ভারতের হয়ে সোনা জেতেন হরিয়ানার নীতিশ কুমার। এবারে মহিলাদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতলেন তামিলনাড়ুর প্যারা শাটলার নিত্যা শ্রী সিভান (Nithya Sre Sivan)। এই নিয়ে চলতি প্যারালিম্পিক্সে মোট ১৫ টি পদক এসেছে ভারতের ঝুলিতে।

ছোটবেলা থেকেই প্রবল আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে নিত্যাকে। নিত্যার বাবা হলেন তামিলনাড়ুর একজন কৃষক। ফলে তার ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রেও প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সমস্যা। তবে প্রতিভা ও পরিশ্রমের জোরে সেই সব কাটিয়ে ওঠেন তামিলনাড়ুর প্যারা শাটলার । আলাদাভাবে ট্রেনিংয়ের জন্য চলে আসেন লখনউয়ে। সেখান থেকে নতুন যাত্রা শুরু নিত্যশ্রীর।

আজ (৩রা সেপ্টেম্বর) তামিলনাড়ুর প্যারা শাটলার নিত্যা স্ট্রেট সেটে পরাস্ত করেন রিনা মারলিনাকে (Rina Marlina)। তিনি এসএইচ সিক্স ইভেন্টে ২১-১৪, ২১-৬ সেটে জিতে যান। তবে সেমিফাইনালে চিনের প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে গেছিলেন তিনি, কিন্তু ব্রোঞ্জ মেডেল ম্যাচে খেলতে নেমে আর কোনও ভুল করেননি ভারতের এই প্যারালিম্পিয়ান শাটলার। এদিন ম্যাচে শুরু থেকেই খেলায় আধিপত্য বিস্তার করে রাখেন তামিলনাড়ুর প্যারা শাটলার। দুই সেটের লড়াইয়ে খুব সহজেই ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দীকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন ভারতের নিত্যা।

মাত্র ৯ বছর বয়সে স্নায়ুর রোগ, টোকিওর পর প্যারিসেও পদক যোগেশের

Advertisements

এদিন নিত্যার সাফল্যের পর প্যারিসে ব্যাডমিন্টনে এই পদকের পর টোকিয়ো অলিম্পিক্সের সাফল্যকেও ছাপিয়ে গেল ভারত। প্রসঙ্গত প্যারিস অলিম্পিক্সে ভারতের হয়ে সাড়া জাগিয়েও নিরাশ করেছিলেন ভারতের লক্ষ্য সেন। একইভাবে ফর্মের অভাবে পদক হাতছাড়া করেন পিভি সিন্ধু। এই আবহেই প্যারালিম্পিক্সে ভারতকে পদক এনে দিলেন শাটলার নিত্যাশ্রী সিভান।

এদিন নিত্যা (Nithya Sre Sivan) জেতার পরে সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। নিজের টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডেলে তিনি লেখেন, “মহিলাদের সিঙ্গলসে এসএইচ সিক্স ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য নিত্যাকে শুভেচ্ছা। তার এই জয় ভারতের অসংখ্য খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।”