ATK Mohun Bagan : রয় কৃষ্ণার যোগ্য বদলি আনতে পারে বাগান

নতুন মরশুমে চমকের আশায় রয়েছেন এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) সমর্থকরা। কারণ একাধিক বিদেশি ফুটবলার এবার দল ছেড়েছেন। তাঁদের বদলে কাদের সই করানো হয় সেদিকে তাকিয়ে আপামর ভারতীয় ফুটবল মহল।

অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলা এক ফুটবলারের সঙ্গে কথাবার্তা পাকা হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর। অবশ্য সরকারীভাবে ঘোষণা না করা পর্যন্ত পাকাপাকি কিছু বলা সম্ভব নয়। ফুটবলারটি মানিয়ে নিতে পারলে রয় কৃষ্ণার যোগ্য পরিবর্তন হতে পারেন বলে মনে করা হচ্ছে।

   

শোনা যাচ্ছে Nikita Rukavytsya কে চূড়ান্ত করে ফেলেছে এটিকে মোহন বাগান। ৩৪ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ড খেলেছেন বিভিন্ন ক্লাবে। প্রচুর গোল করেছেন। সবথেকে বেশি ম্যাচ খেলেছেন ইজরায়েলের নামী একটি ক্লাবে। ষাটের বেশি গোল করেছেন শুধু এই একটি ক্লাবের হয়ে।

অস্ট্রেলিয়ার বয়স ভিত্তিক বিভিন্ন জাতীয় দলে খেলেছেন। সিনিয়র দলেও খেলেছেন বহু ম্যাচ। প্রায় কুড়িবার দেশের জার্সি গায়ে তুলেছেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন