Nikhat Zareen : এক সময় নিখাত জারিনের সঙ্গে হাত মেলাতে চাননি মেরি কম

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন নিখাত জারিন (Nikhat Zareen)। তাঁর নাম সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়। রয়েছেন ট্রেন্ডিংয়ে। বছরখানেক আগেও নিখাত জারিনের নাম সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করেছিল। সেই দিনটা চাইলেও হয়তো ভুলতে পারবেন না তিনি।

দু’বছর আগেও ভারতীয় ক্রীড়া মহলে নিখাত জারিনকে অনেকেই চিনতেন না বা চিনলেও গুরুত্ব দেওয়ার মতো বলে মনে করতেন না। ২০১৯ সালে সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে ছিল ‘নিখাত জারিন’। কেন? কারণ তিনি তৎকালীন ক্রীড়া মন্ত্রী কিরেন রিজেজুকে ট্যাগ করে অলিম্পিক স্কোয়াডে সুযোগ প্রার্থনা করেছিলেন। তার জন্য মেরি কমের সঙ্গে ম্যাচে নামতেও নিখাত প্রস্তুত ছিলেন।

   

বক্সিং রিংয়ে মেরি কম এবং নিখাত জারিন মুখোমুখি হয়েছিলেন। ১-৯ ব্যবধানে হেরে গিয়েছিলেন জারিন। ম্যাচ শেষে তাঁর সঙ্গে হাত-ও মেলাননি মেরি কম, এড়িয়ে গিয়েছিলেন। প্রথমে সোশ্যাল মিডিয়ায় ট্রোল, তারপর মেরি কমের মতো একজনের বিরুদ্ধে এই পারফরম্যান্স, সব মিলিয়ে লজ্জার মুখে পড়েছিলেন জারিন।

জারিন হয়তো সে’দিন হতাশার অন্ধকারে সাময়িক ডুবে গিয়েছিলেন। কিন্তু হারিয়ে যাননি। ২০১৯ সালের অপমান তাঁর মধ্যে জন্ম দিয়েছিলেন নিজেকে আরও পরিণত করার সম্ভাবনা। শুধু বলেছিলেন, ‘আমারও সময় আসবে।’ নিখাতকে যারা কাছ থেকে দেখেছেন তারা জানেন যে বিগত কয়েক বছর তিনি কতোটা পরিশ্রম করেছেন। অতিমারির সময়েও চালিয়ে গিয়েছিলেন অনুশীলন।

চলতি বছরের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন মেরি কম। নিখাত জারিনের ভাগ্যের শিকে ছিঁড়েছিল। উনিশে বলেছিলেন, ‘আমারও সময় আসবে।’ বাইশে ফের ট্রেন্ড করলেন সোশ্যাল মিডিয়ায়। কারণ, বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন তিনি। ইস্তানবুলে থাইল্যান্ডের প্রতিপক্ষকে ধরাশায়ী করেছেন ৩০-২৭, ২৯-২৮, ২৯-২৮, ৩০-২৭, ২৯-২৮ ব্যবধানে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন