জামশেদপুর ফিরলেন এই নাইজেরিয়ান ডিফেন্ডার

আসন্ন ফুটবল সিজনের জন্য দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনে ও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে এই ফুটবল…

Stephen Eze

আসন্ন ফুটবল সিজনের জন্য দল গঠনের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। দেশীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনে ও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছে এই ফুটবল ক্লাব। এবার নিজেদের পুরনো ফুটবলারকে ফেরাল জামশেদপুর। তিনি স্টিফেন ইজে (Stephen Eze)। গত ২০২০-২১ মরসুমের আইএসএলে অভূতপূর্ব পারফরম্যান্স ছিল স্টিফেনের।

কিন্তু পরবর্তীতে তাঁকে রিলিজ করে দিয়েছিল দল। নতুন মরসুমে নিজেদের রক্ষণভাগকে মজবুত করতে এই নাইজেরিয়ান তারকার উপরেই ভরসা রাখল জামশেদপুর। যারফলে অনেকটাই শক্তিশালী হয়ে উঠতে চলেছে খালিদ জামিলের দল। নিজের পুরোনো ক্লাবে ফিরে এই তারকা বলেন, ‘ আমি জামশেদপুরে ফিরে আসতে পেরে যথেষ্ট আনন্দিত। এমন একটা ক্লাব যেখানে নিজের বাড়ির মতো পরিবেশ রয়েছে।’

   

তিনি আরো বলেন, ‘ আমি আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই আইএসএল খেলতে চাই। দলকে সাফল্য এনে দিতে নিজের অবদান রাখতে চাই। মাঠে নেমে সবসময় নিজের সেরাটা দিতে চাই।’ বলাবাহুল্য, গত সিজনে ভিয়েতনামের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব কোয়াং ন্যামের সঙ্গে যুক্ত ছিলেন বছর ত্রিশের এই ডিফেন্ডার।

সেখানেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন তিনি। সব দিকে নজর রেখেই তাঁকে ফেরানোর সিদ্ধান্ত নেয় জামশেদপুর এফসি। এই ফুটবলারের প্রসঙ্গে কোচ খালিদ জামিল বলেন, ‘ জামশেদপুর এফসিতে স্টিফেন ইজেকে পেয়ে আমি আনন্দিত। সেন্টার ব্যাক হিসেবে তাঁর উপস্থিতি আমাদের দলকে আরো মজবুত করবে‌। পাশাপাশি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ও সে যথেষ্ট সক্রিয়। ইজের অভিজ্ঞতা আমাদের দলের পারফরম্যান্সে যথেষ্ট প্রভাব ফেলবে।’