এই আইএসএল মরশুম শেষ হতেই সার্বিয়ান কোচ ইভান ভুকোমানোভিচকে বিদায় জানায় কেরালা ব্লাস্টার্স। বেশকিছু মরশুম তার তত্ত্বাবধানে ইন্ডিয়ান সুপার লিগে লড়াই করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। একাধিকবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে দল থাকলেও চূড়ান্ত সাফল্য আসেনি তাদের। এই সিজনে আইএসএলের প্লে-অফের লড়াইয়ে থেকেছিল দল। কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি। ওডিশার কাছে পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় তাদের। যা নিঃসন্দেহে হতাশ করেছে দলের সমর্থকদের। তবে নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ফুটবল ক্লাব।
সেই মতো গত কয়েক সপ্তাহ ধরেই জার্মানির এক সফল ম্যানেজার মার্কাস বাবেলের সঙ্গে আলোচনা শুরু করে ক্লাব। এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি ক্লাবহীন থাকলেও পূর্বে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডার্সের হয়ে নিজের দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও এফসি লুজার্ন থেকে শুরু করে হোফেনহিমনের হয়েও কোচিং করানোর রেকর্ড রয়েছে এই হাইপ্রোফাইল কোচের।
এবার নাকি তাকেই দলে আনার পরিকল্পনা ছিল কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের। তবে এবার সেই তালিকায় যুক্ত হল আরেকটি নাম। তিনি নিক মন্টগোমারি (Nick Montgomery )। এখন ফ্রি-ক্লাব থাকলেও আগে একাধিক হেভিওয়েট ক্লাবে কোচিং করানোর রেকর্ড রয়েছে এই স্কটিশ ম্যানেজারের।
যার মধ্যে অন্যতম হল অস্ট্রেলিয়ার সেন্ট্রালকোস্ট মেরিনার্স। হ্যাঁ, একটা সময় জেসন কামিন্সের এই প্রাক্তন ক্লাবের সঙ্গেই যুক্ত ছিলেন মন্ট। গত ২০২২-২৩ সালে তার হাত ধরেই অস্ট্রেলিয়ান লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সেন্ট্রালকোস্ট মেরিনার্স। যদিও পরবর্তীতে তিনি যোগদান করেন স্কটল্যান্ডের প্রথম টায়ারের ক্লাব হাইবারনিয়ান এফসিতে। শেষ মরশুমে সেই দলের দায়িত্বে থাকলেও এবার তার সঙ্গে কথা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স।