Niall Goghavala: ভারতীয় অ্যাকাডেমির ফুটবলার যোগ দিচ্ছেন ব্ল্যাকবার্ন রোভার্স অ্যাকাডেমিতে

ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য এ এক দারুণ খবর। মুম্বই সিটি অ্যাকাডেমির ছাত্র যোগ দিচ্ছেন ইংল্যান্ডের নামকরা ক্লাবে। মুম্বইয়ের বয়স ভিত্তিক দলে Niall Goghavala ছিলেন অন্যতম…

niall-goghavala will join Blackburn Rovers Academy

ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য এ এক দারুণ খবর। মুম্বই সিটি অ্যাকাডেমির ছাত্র যোগ দিচ্ছেন ইংল্যান্ডের নামকরা ক্লাবে। মুম্বইয়ের বয়স ভিত্তিক দলে Niall Goghavala ছিলেন অন্যতম সেরা ফরোয়ার্ড।

Naocha Singh: নতুন চুক্তিপত্রে সই করলেন দু’বার আই লিগ জয়ী ফুটবলার

   

রবিবার দুপুরে পাওয়া গিয়েছে এই বড় খবর. মুম্বই সিটি অ্যাকাডেমির ফুটবলার পারি দিচ্ছেন ইংল্যান্ডে। যোগ দেবেন ইংল্যান্ডের ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্সে। Niall Goghavala অনূর্ধ্ব ১৫ দলের হয়ে খেলার সময়ে ভারতীয় ফুটবল প্রেমীদের অনেকের নজর কেড়েছিলেন।

Niall Goghavala ছিলেন মুম্বই সিটির অনূর্ধ্ব ১৫ দলে। ইতিমধ্যে এখান থেকে পেয়েছেন মরসুমের সেরা ফরোয়ার্ডের সম্মান। আক্রমণভাগের পাশাপাশি মাঝমাঠেও খেলতে পারেন টি উঠতি খেলোয়াড়। মুম্বই সিটি ছাড়াও নিয়াল ‘বার্সা অ্যাকাডেমি মুম্বই’-এর ছাত্র। ২০১৯ সালেই বার্সা অ্যাকাডেমি মুম্বই-এর পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে করা হয়েছিল বিশেষ পোস্ট। Mumbai School Sports Association প্রতিযোগিতায় সবথেকে বেশি গোল দিয়েছিলেন নিয়াল।

Mohammedan SC: দিল্লি এফসির এই ফুটবলারের দিকে নজর দুই ক্লাবের

প্রতিভা চিনতে ভুল করেনি মুম্বই সিটি ও বার্সা অ্যাকাডেমি। বার্সা অ্যাকাডেমির সঙ্গে যুক্ত থাকাকালীন আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়ে গিয়েছিলেন। বার্সা অ্যাকাডেমি ওয়ার্ল্ড কাপ, দুবাই সুপার কাপ-এর মতো প্রতিযোগিতায় নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন Niall Goghavala।