ফ্রান্সের ইউরো স্কোয়াডে ডাক পেলেন কান্তে

   আসন্ন ইউরো কাপের (Euro Cup) জন্য ২৫ সদস্যের ফ্রান্স দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার এনগোলো কান্তে। ২০১৮ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ৩৩ বছর বয়সী…

Midfielder N'Golo Kante
  

আসন্ন ইউরো কাপের (Euro Cup) জন্য ২৫ সদস্যের ফ্রান্স দলে ডাক পেয়েছেন মিডফিল্ডার এনগোলো কান্তে। ২০১৮ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ৩৩ বছর বয়সী এই খেলোয়াড় ২০২২ সালের জুন থেকে ফ্রান্সের জার্সি গায়ে মাঠে নামেননি। বর্তমানে সৌদি প্রো লিগে আল ইতিহাদের হয়ে খেলেন কান্তে।

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশ বলেছেন, কান্তের অভিজ্ঞতা জার্মানিতে ইউরো কাপে তাকে সাহায্য করবে। পিএসজির ১৮ বছর বয়সী ওয়ারেন সায়ার এমেরি ও ২১ বছর বয়সী ব্র্যাডলি বারকোলাও জায়গা পেয়েছেন দলে। কিলিয়ান এমবাপ্পে, অঁতোয়ান গ্রিজমান, অলিভিয়ের জিরুদ, উসমান দেম্বেলে ও উইলিয়াম সালিবাও আছেন ফ্রান্সের ইউরো স্কোয়াডে।

   

গোলরক্ষক- আলফোনস আরিওলা, মাইক ম্যাগনান, ব্রাইস সাম্বা।
ডিফেন্ডার: জোনাথন ক্লোসা, ইব্রাহিমা কোনাটে, উইলিয়াম সালিবা, জুলস কোন্তে, থিও হার্নান্দেজ, ফারল্যান্ড মেন্ডি, বেঞ্জামিন পাভার্ড, দায়োত উপামেকানো।
মিডফিল্ডার: এনগোলো কান্তে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আদ্রিয়ান রাবিওট, আন্তোনিও গ্রিজম্যান, ওরিলিয়ান শুমেনি, ওয়ারেন সায়ের এমেরি, ইউসুফ ফোফানা।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, ব্র্যাডলি বারকোলা, উসমান ডেম্বেলে, কিংসলে কোমান, মার্কাস থুরাম, রান্ডাল কোলো মুয়ানি, অলিভিয়ের জিরুদ।