স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকার মাঠে বল গড়াতে চলেছে। অক্টোবর মাসে ভেনেজুয়েলা, কলম্বিয়া এবং উরুগুয়ের বিরুদ্ধে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল। এরই লক্ষ্যে ২৫ সদস্যের দল ঘোষণা করে দিল সেলেকাওরা।
চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল কোচ তিতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বেশ কিছু খেলোয়াড়কে দলে ডেকেও পাননি। তবে ঘোষিত দলে সেই ফুটবলরাদের আবারও দলে ডেকেছেন কোচ তিতে। ডাক দিয়েও না পাওয়া খেলোয়াড়রা হলেন অ্যালিসন, ফ্যাবিনিও, গ্যাব্রিয়েল জেসুস, এদেরসন, এমারসন রয়্যাল, থিয়াগো সিলভা, ফ্রেদ, ও রাফিনিয়া।
এর আগে কোভিড-১৯ অতিমারির জেরে তাদের ক্লাব চায়নি খেলোয়াড়েরা করোনার লাল তালিকভুক্ত দেশে যাতায়াত করুক। কেননা তা হলেই করোনা প্রটোকল মেনে বায়ো বাবোল পদ্ধতির সঙ্গে ১০ দিনের কোয়ারেন্টাইন! এই অবস্থার এখনো পরিবর্তন হয়নি। তবু এই ৮ জনকে নিয়েই দল ঘোষণা করল ব্রাজিল।
দলের কো অর্ডিনেটর পাওলিস্তা আশা প্রকাশ করে বলেন, পরিস্থিতিতে পরিবর্তন আসবে দ্রুত। এরই সঙ্গে তিনি বলেন, ‘ফিফা, ইপিএল আর ইংল্যাণ্ড সরকারের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে একটা সমাধান সূত্র বের হবে। এও জানানো হয়েছে, ‘আলোচনা এখনও বাকি রয়েছে। নিজেদের দেশের স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে। চলতি মাসে আর্জেন্টিনার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচটা বাতিল হয়ে গিয়েছিল তাদের ব্রাজিলের স্বাস্থ্য প্রশাসনের হস্তক্ষেপে। তাই এমন কিছু এবারও এড়াতে চাইলে আলোচনায় বসতেই হতে পারে দুই পক্ষকেই।
আগামী ৭ অক্টোবর ভেনেজুয়েলায় ম্যাচ ব্রাজিলের। এর তিন দিন পর আবারও তাদের এক ‘অ্যাওয়ে’ ম্যাচ। সেদিন তারা খেলবে কলম্বিয়ার মাঠে। অবশেষে ১৪ অক্টোবর ঘরের মাঠে ব্রাজিল খেলবে উরুগুয়ের বিরুদ্ধে। বাছাইপর্বে ৮ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল। আর্জেন্টিনা আছে তাদের চেয়ে ৬ পয়েন্ট পিছনে।
ব্রাজিল দল:
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যান সিটি), ওয়েভারতন (পালমেইরাস)
ডিফেন্ডার: ডানিলো (জুভেন্টাস), এমারসন রয়াল (টটেনহাম), আলেক্স সান্দ্রো (জুভেন্টাস), গিয়ের্মে আরানা (আতলেতিকো মিনেইরো), থিয়াগো সিলভা (চেলসি), মারকিনিওস (পিএসজি), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা)।
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ফ্রেদ (ম্যান ইউনাইটেড), এডেনিলসন (ইন্তারনাসিওনাল), গেরসন (অলিম্পিক মার্শেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), এভারতন রিবেইরো (ফ্লামেঙ্গো)।
ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (ম্যান সিটি), গাব্রিয়েল বারবোসা (ফ্লামেঙ্গো), মাতেউস কুনিয়া (আতলেতিকো মাদ্রিদ)।