Neymar: ভারতের মাঠে কি খেলতে পারবেন নেইমার? রইল চোট আপডেট

সাড়া পড়ে গিয়েছে ভারতীয় ফুটবল মহলে। নেইমারের (Neymar) দলের বিরুদ্ধে খেলবে মুম্বই সিটি এফসি। ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে ভারতীয় দল মাঠে নামবে, এটা ভেবেই উত্তেজনায় ফুটতে শুরু করেছেন ফুটবল প্রেমীরা।

Neymar's Injury

সাড়া পড়ে গিয়েছে ভারতীয় ফুটবল মহলে। নেইমারের (Neymar) দলের বিরুদ্ধে খেলবে মুম্বই সিটি এফসি। ব্রাজিলিয়ান তারকার বিরুদ্ধে ভারতীয় দল মাঠে নামবে, এটা ভেবেই উত্তেজনায় ফুটতে শুরু করেছেন ফুটবল প্রেমীরা। আল হিলালের বিরুদ্ধে খেলবে মুম্বই সিটি এফসি। খেলতে পারবেন কি সেলেকাও তারকা? জেনে নিন তার ফিটনেস আপডেট।

ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে শনিবার আল হিলালে স্বাগত জানিয়েছেন হাজার হাজার ভক্ত।রিয়াদের ৬৮,০০০ দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আল হিলালের নীল রঙের কিটে হাজির হওয়ার সাথে সাথে চর্চার কেন্দ্রে চলে আসেন ব্রাজিলীয় সুপার স্টার। ২০১৭ সালে প্যারিস সেইন্ট জার্মেইতে যোগ দেওয়ার সময় বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার হয়ে উঠেছিলেন ৩১ তিনি। আরবের ক্লাবটির প্রস্তাবও যে বেশ লোভনীয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। সৌদি আরবে প্রতি মরসুম তিনি ১০০ মিলিয়ন ইউরো উপার্জন করবেন বলে বিভিন্ন আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে।

তবে চোটের কারণে সৌদি আরবের ক্লাব আল হিলালের হয়ে অভিষেকের জন্য ব্রাজিলিয়ান সুপারস্টারকে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছেন কোচ জর্জ জেসুস। “নেইমার একজন উদ্ভাবনী এবং সৃজনশীল খেলোয়াড়, সে আমাদের উন্নতি করতে সহায়তা করবে। কিন্তু তার এখন সামান্য চোট রয়েছে এবং আমি জানি না সে কবে ফিরে আসবে।” শনিবার কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে এক সংবর্ধনা অনুষ্ঠানের পর জেসুস বলেন, “হয়তো সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে সে তৈরি থাকবে।”

জেসুস বলেন, ‘আমি জানি না ব্রাজিল জাতীয় দল কীভাবে তাকে ডাকতে পারে। সে প্রস্তুত নয়।গত বছরের বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের হয়ে খেলেননি নেইমার, তবে ৮ সেপ্টেম্বর বলিভিয়া ও চার দিন পর পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের স্কোয়াডে জায়গা পেয়েছেন নেইমার।”