Neymar: ভারতে আসছেন না নেইমার, আপাতত ৯ মাস মাঠের বাইরে

Advertisements গত কয়েকমাস ধরেই এএফসি চ্যাম্পিয়নস লিগে মুম্বাই ও আলহিলাল ম্যাচ নিয়ে প্রবল উত্তেজনা দেখা দিয়েছিল ভারতবর্ষ। বহু আলোচনা ও উঠে আসছিল বিশেষজ্ঞদের তরফ থেকে।…

Neymar's Injury

Advertisements

গত কয়েকমাস ধরেই এএফসি চ্যাম্পিয়নস লিগে মুম্বাই ও আলহিলাল ম্যাচ নিয়ে প্রবল উত্তেজনা দেখা দিয়েছিল ভারতবর্ষ। বহু আলোচনা ও উঠে আসছিল বিশেষজ্ঞদের তরফ থেকে। দর্শকদের প্রবল উন্মাদনার দরুণ ছত্রপতি শিবাজী স্পোর্টস কমপ্লেক্স থেকে ম্যাচ সরে এসেছিল দিওয়াই পাটিল স্টেডিয়ামে।

   

তবুও শেষ রক্ষা হল না। আসলে যাকে ঘিরে এত উন্মাদনা এত আয়োজন ছিল সেই তারকা তথা নেইমার জুনিয়রের পক্ষে এই মুহূর্তে আর আসা হচ্ছে না ভারতে। জোড়ালো চোটের ফলে বদলে গেল সমস্ত কিছু। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৬ই নভেম্বর মুম্বাইয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে আসছে আলহিলাল ফুটবল দল। মনে করা হচ্ছিল সেই ম্যাচেই হয়ত ভারতের মাটিতে বল পায়ে জাদু দেখাবেন নেইমার। তবে তা এবারও থেকে গেলে কেবল ভাবনাতেই।

আসলে, গত মঙ্গলবার রাতে ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পরাজিত হতে হয়েছে ব্রাজিলকে। আর সেই ম্যাচেই এসিএল ছিঁড়ে যায় নেইমার জুনিয়রের। যারফলে, আপাতত বেশকিছু মাস মাঠের বাইরে থাকতে হবে এই তারকা ফুটবলারকে। অন্যদিকে এই ম্যাচের পরাজয়ের ফলে কাঁদত কাঁদতে মাঠ ছাড়তে দেখা যায় এই তারকাকে। সেই সঙ্গে যুক্ত হয়েছে চোটের সমস্যা। তার বর্তমান ক্লাব আল হিলালের তরফ থেকে জানানো হয় যে, গত মঙ্গলবারের রাতে উরুগুয়ে ম্যাচে গুরুতর চোট পাওয়ার দরুন আপাতত ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। তাই এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে অংশ নিতে পারবেন না এই তারকা।

যা নিয়ে মন খারাপ সকলের। উল্লেখ্য, ছত্রপতি শিবাজীতে এই ম্যাচ হওয়ার কথা থাকলেও মানুষের চাহিদার কথা মাথায় রেখে দর্শক আসনের কথা মাথায় রেখে নিয়ে মুম্বাইতে আনা হয়েছিল এটি। এমনকি টিকিট ও ছাড়া হয়ে গিয়েছিল কয়েকদিন আগে। তার মধ্যেই এবার এই ঘটনা। যা নিয়ে কার্যত হতাশ সকলেই।