NextGen Cup: ওয়েস্টহ্যামকে আটকে দিল মোহনবাগান, অমীমাংসিত থাকল ম্যাচ

নির্ধারিত সূচি অনুসারে আজ নেক্সটজেন কাপের ( NextGen Cup) ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। প্রতিপক্ষ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েস্টহ্যাম ইউনাইটেড।

ATK Mohun Bagan vs West Ham

নির্ধারিত সূচি অনুসারে আজ নেক্সটজেন কাপের ( NextGen Cup) ম্যাচ খেলতে নেমেছিল মোহনবাগান। প্রতিপক্ষ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েস্টহ্যাম ইউনাইটেড। প্রথমার্ধের শেষে তাদের বিপক্ষে ১ গোলে এগিয়ে থাকলেও নির্ধারিত সময়ের শেষে ১-১ গোলে শেষ হয় সেই ম্যাচ। যারফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় মোহনবাগানকে। সবুজ-মেরুন জার্সিতে দলের হয়ে গোল করেন সুহেইল। অন্যদিকে ওয়েস্টহ্যাম ক্লাবের হয়ে সমতা ফেরান ফ্যাবিয়োর।

বলাবাহুল্য, আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট চনমনে থেকেছে সবুজ-মেরুন ব্রিগেড। খেলা শুরু হওয়ার পর থেকেই মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি করে সোজা প্রতিপক্ষের ডিফেন্সে ঝড় তুলেছে দল। যারফলে, ম্যাচের একেবারে ১০ মিনিটের মাথায় প্রতিপক্ষের রক্ষন ভেদ করে বল জালে জড়িয়ে দেন সুহেল। যারফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। তারপর আবার ম্যাচের ৩৩ মিনিটের মাথায় গোলের সুযোগ আসলে ও তা কাজে লাগাতে ব্যর্থ হন শিবাজিত।

   

আসলে একটুর জন্য শট বাইরে চলে যায় এই তারকা ফুটবলারের। নাহলে অনায়াসেই ২-০ গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত কলকাতার এই প্রধান। ঠিক কিছুক্ষণ পরেই অর্থাৎ ৩৮ মিনিটের মাথায় বল নিয়ে দ্রত গতিতে উঠে আসতে থাকেন দলের তারকা ফুটবলার কিয়ান নাসিরি। শট মেরে গোল করার চেষ্টা করলে ও শেষ পর্যন্ত সেটি আটকে দেন ওয়েস্টহ্যাম গোলরক্ষক। এভাবেই শেষ হয় প্রথমার্ধ। যেখানে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে পালতোলা নৌকা ব্রিগেড।

তবে দ্বিতীয়ার্ধ থেকে আক্রমণ বাড়াতে থাকে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবটি। বামদিক থেকে বারংবার আক্রমণ করে বাগান ডিফেন্সে চাপ সৃষ্টি করতে থাকেন প্রতিপক্ষের সিন তারিমা। এছাড়াও পেনাল্টির সুযোগ হাতছাড়া না করলে সহজেই সমতা ফেরাতে পারত ওয়েস্টহ্যাম। তবে শেষ পর্যন্ত ম্যাচের ঠিক ৬৪ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় আনেন ফ্যাবিয়োর। এতে ফলাফল গিয়ে দাঁড়ায় ১-১ গোল। নির্ধারিত সময়ের শেষে এই থাকে ফলাফল।