Next Gen Cup Schedule: সম্প্রতি হিরো আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান। যা নিয়ে এখনো আনন্দে মাতোয়ারা গোটা শহর। উত্তর থেকে দক্ষিণ শহরের বিভিন্ন প্রান্তে এই ট্রফি জয়ের সুবাদে অনুষ্ঠানের আয়োজন করছে বিভিন্ন ফ্যানস ক্লাব গুলি। তবে পিছিয়ে নেই ছোটরা। রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের প্রথম ম্যাচ থেকে এখনো পর্যন্ত নিজেদের দাপট বজায় রেখেছে ফারদিনরা।
টুর্নামেন্টের ইস্টজোন থেকে রানার্স হওয়ার পর জাতীয় গ্রুপ পর্ব খেলতে মনিপুর পৌঁছায় গোটা দল। সেখানে সকলকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছয় এটিকে মোহনবাগান। তবে শেষরক্ষা হয়নি। সেমিতে বেঙ্গালুরু এফসির কাছে হেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
তবে সেমিফাইনালে ওঠার ফলে আসন্ন নেক্সটজেন কাপ খেলার ও যোগ্যতা অর্জন করেছে কলকাতার এই প্রধান। যা প্রচন্ড গৌরবের। তবে শুধু মোহনবাগান নয়। নিজেদের গ্রুপ গুলি থেকে যথাক্রমে শীর্ষস্থানে শেষ করে এই কাপ টুর্নামেন্টে খেলার সুযোগ করা নিয়েছে আরেক জনপ্রিয় দল বেঙ্গালুরু এফসি। বলাবাহুল্য, রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের পর এখন এই টুর্নামেন্টের দিকেই নজর রয়েছে সকলের। অবশেষে আজ প্রকাশিত হল সেই টুর্নামেন্টের সময় সূচি। এক নজরে দেখে নেওয়া যাক কবে কাদের বিপক্ষে খেলতে নামছে দল।
We begin our maiden @premierleague Next Gen Cup campaign on Wednesday with a game against @WestHam! #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/MV1qtVwd76
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) May 15, 2023
নির্ধারিত সূচি অনুসারে আগামী ১৭ই মে বিকেলে ইংল্যান্ডের জনপ্রিয় দল ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মুখোমুখি হবে সবুজ-মেরুন ব্রিগেড। তারপর ২০ মে স্টেলেনবোশ এফসির সঙ্গে খেলতে হবে তাদের। দলের শেষ ম্যাচ ২৩ শে মে। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। গত ডেভলপমেন্ট লিগে যাদের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল কিয়ানদের। যতদূর জানা গিয়েছে, এই টুর্নামেন্টের গ্রুপ স্তরের প্রতিটি ম্যাচ আয়োজিত হবে রিলায়েন্স কর্পোরেট পার্কে।