Thursday, November 30, 2023
HomeSports NewsEast Bengal: আই লীগের দলের বিরুদ্ধেও কেঁপে উঠল মশালবাহিনীর ডিফেন্স

East Bengal: আই লীগের দলের বিরুদ্ধেও কেঁপে উঠল মশালবাহিনীর ডিফেন্স

পরপর তিন ম্যাচে হেরে বিপাকে পড়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকার দশ নম্বরে রয়েছে দল। লীগে এখন বিরতি চলছে। এই ফাঁকে বৃহস্পতিবার দুপুরে একটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। খাতায় কলমে পিছিয়ে থাকা দলের বিরুদ্ধেও কেঁপে উঠল লাল হলুদ ডিফেন্স।

   

বৃহস্পতিবার আই লীগের ক্লাব Trau FC’র বিরুদ্ধে খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। প্রস্তুতি ম্যাচ হলেও দুই দলের কাছে খেলার যথেষ্ট গুরুত্ব ছিল। Trau FC আই লীগের অন্যতম দুর্বল দল হিসেবে পরিচিত। গত মরসুমে ভালো ফলাফল করতে পারেনি তারা। অন্য দিকে ইস্টবেঙ্গল গত কয়েক মরসুম ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে চলেছে।

প্রস্তুতি ম্যাচ হলেও বিদেশি ফুটবলারদের মাঠে নামিয়েছিল ইস্টবেঙ্গল। রক্ষণেও ছিল বিদেশি খেলোয়াড়। তারপরেও হয়েছে গোল। যদিও প্রস্তুতি ম্যাচ শেষ পর্যন্ত জিততে পেরেছে ইস্টবেঙ্গল। স্কোরলাইন ২-১। গোল হজম করার বদ অভ্যাস প্রস্তুতি ম্যাচেও লক্ষ্য করা গেল, যেটা মোটেও ইতিবাচক কিছু নয়।

গত মরসুমে একাধিক ম্যাচে এগিয়ে থেকে হেরেছিল ইস্টবেঙ্গল। এবারেও তার অন্যথা হচ্ছে না। দল গোল করছে, আবার গোল হজমও করছে। যার ফলে নিট ফল জিরো। বারবার প্রশ্নের মুখে পড়েছে ইস্টবেঙ্গলের ডিফেন্স। ইন্ডিয়ান সুপার লীগের আগামী ম্যাচ গুলোতে রক্ষণের দুর্বলতা নিশ্চই ঢাকতে চাইবে ইস্টবেঙ্গলের কোচিং টিম।

Latest News