জাতীয় শিবিরে সুযোগ পাওয়া’টাকে কাজে লাগাতে চায় ভারতের যুব ফুটবলার’রা

ইতিমধ্যে পুনেতে চলছে ভারতীয় ফুটবল দলের জোরকদমে প্রস্তুতি।খুব শীঘ্রই বাহারিন এবং বেলারুশের বিরুদ্ধে দুটো প্রস্তুতি ম‍্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল।তার প্রস্তুতি চলছে জোরকদমে।এবার দলে সুযোগ…

ইতিমধ্যে পুনেতে চলছে ভারতীয় ফুটবল দলের জোরকদমে প্রস্তুতি।খুব শীঘ্রই বাহারিন এবং বেলারুশের বিরুদ্ধে দুটো প্রস্তুতি ম‍্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল।তার প্রস্তুতি চলছে জোরকদমে।এবার দলে সুযোগ পেয়েছে একাধিক নতুন প্রতিভাবান যুব ফুটবলার।

Advertisements

এখনও অবধি শিবিরে যোগ দিয়েছে মোট ১৫ জন ফুটবলার।বাদবাকি’রা যোগ দেবে আইএসএল মিটলে।আগামী ২৩ শে মার্চ বাহারিন এবং ২৬ শে মার্চ বেলারুশের মুখোমুখি হতে চলেছে ভারত।

বিজ্ঞাপন

শিবিরে ডাক পাওয়া’টা তার কাছে বিশ্ব ছোঁয়ায় মতো,এমনটাই জানিয়েছেন মিডফিল্ডার ভিপি সুহের,এবছর আইএসএলে ৪ টি গোল করেছেন তিনি।তার বক্তব্য, ” এটা আমার কাছে স্বপ্ন পূরণের ন‍্যায়,শুধু আমার একার নয়,আমার পরিবারের কাছেও,প্রতিযোগিতা মূলক ফুটবল খেলার পরেও আমার প্রস্তুতি জারি ছিলো …” 

শিবিরে সুযোগ পেয়েছেন অনূ্র্ধ -২৩ জাতীয় দলের ফুটবলার জেরি মাহিমথাঙ্গা,এবছর আইএসএলে তার নামের পাশে আছে ৩ গোল, সিনিয়র দলের সুযোগ পাওয়া টাকে কাজে লাগাতে চাইছেন তিনি’ও।জানিয়েছেন মাঠের নামার সুযোগ পেলে নিজের সেরাটা দিতে শেষ অবধি চেষ্টা চালাবেন।

ট‍্যাকেল হোক অথবা ঠিকানা লেখা ক্রসে ডিফেন্ডার রোশন নজর কেড়েছেন।দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে গর্বিত হয়েছেন তিনি’ও।দেশের প্রথম সারির বিভিন্ন ক্লাবের ফুটবলার’রা আছে শিবিরে,প্রথম একাদশে সুযোগ পেতে তাদের সাথে লড়াই হবে সেই সম্পর্কে ধারণা স্পষ্ট তার, তাই নিজেকে প্রমাণ করতে কঠিন পরিশ্রম চালাচ্ছেন এই যুব ফুটবলার।

২০১৭ সালে ভারতের যুব বিশ্বকাপের স্কোয়াডে ছিলেন আনোয়ার আলী,এবার সিনিয়র স্কোয়াডে সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি,দলে সুযোগ পেলেই নিজের স্থান শক্ত করতে মরিয়া তিনি।

এই প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন দানিশ ফারুক।এবছর আইএসএলে ৩ টি গোল করেছেন তিনি,জানিয়েছেন জাতীয় শিবিরে সুযোগ পাওয়া’টা শুধুমাত্র প্রথম একটা ধাপ তার কাছে,বাহারিনের বিপক্ষে ম‍্যাচে চুড়ান্ত স্কোয়াডে থাকতে আরও কঠিন প্রস্তুতি নিচ্ছেন তিনি।