চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ভারত বনাম নিউজিল্যান্ডের (India vs New Zealand) ম্যাচে আবারও টস হেরে গিয়েছে ভারত। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার।
এই নিয়ে টানা ১৩টি টস হারল ভারত। ভারত এবং নিউজিল্যান্ডের অধিনায়করা নিজেদের পরিকল্পনা শেয়ার করেছেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন তারা প্রথমে ব্যাটিং করতে চেয়েছিলেন।
তিনি বলেন, “গত দুটি ম্যাচে আমরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছি, আজ আমরা প্রথমে ব্যাটিং করতে চাই এবং আমাদের বোলারদের রাতের আলোতে নিজেদের চ্যালেঞ্জ করার সুযোগ দিতে চাই। আমরা এমন কিছু করতে চাই যা আমাদের উপকারে আসবে এবং আমরা চেষ্টা করব সবকিছু সহজ রাখতে।” তিনি আরও জানান, “এটা সবই বোলিং পার্টনারশিপ নিয়ে, এবং আমাদের সিমার ও স্পিনাররা একে অপরকে ভালোভাবে সমর্থন করেছে।” রোহিত শর্মা আরও জানান যে, হারশিত রানা বিশ্রামে থাকবেন এবং তার পরিবর্তে বরুণ চক্রবর্তী দলে জায়গা পাবে।
অন্যদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, “আমরা প্রথমে বোলিং করতে যাচ্ছি কারণ এখানে উইকেট বেশ ভালো মনে হচ্ছে এবং আমরা এখানে কিছু ম্যাচ দেখেছি। আমরা দ্রুত চাপ তৈরি করতে চাই বোলিংয়ের মাধ্যমে এবং তারপর সেটি তাড়া করতে চাই।” তিনি আরও বলেন, “আমরা জানি যে সেমিফাইনাল খেলতে লাহোরে ফিরতে হবে এবং আমরা এখানেই কাজটি সেরে নিতে চাই।” স্যান্টনার জানান, ড্যারিল মিচেল ডেভন কনওয়ের জায়গায় দলে সুযোগ পাচ্ছেন।
প্রথম একাদশ
ভারত – রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া , রাভিন্দ্র জাডেজা, মহাম্মদ শামি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী (হারশিত রানা’র পরিবর্তে)।
নিউজিল্যান্ড – রাচিন রাভিন্দ্রা, উইল ইয়ং, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (ক্যাপ্টেন), ম্যাট হেনরি, কাইল জামিসন, উইল ও’রুর্ক।