ISL: স্পনসরশিপ নিয়ে নয়া সমস্যা আইএসএলে, কিন্তু কেন?

Sponsorship ISL

হাতে আর মাত্র কটা দিন। তারপরেই শুরু হয়ে যাবে হিরো আইএসএলের দশম সংস্করণ। তার আগে আজ আইএসএলের ফটো সেশনের পাশাপাশি সাংবাদিক বৈঠক ও সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগে। তবে তার আগে এবার সামনে এসেছে নয়া সমস্যা। জানা গিয়েছে, এবার নাকি স্পনসরশিপ প্রত্যাহার করতে চলেছে হিরো মোটর। হ্যাঁ ঠিক শুনলেন। এমনটাই হতে চলেছে এবার।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই হিরো আইএসএলের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে হিরো। এক্ষেত্রে নির্ধারিত সময়ের পর নতুন করে আর চুক্তি নবীকরণ করেনি হিরো। যারফলে, এবারের আইএসএলে আর দেখা যাবে না তাদের। যতদূর জানা গিয়েছে, অভ্যন্তরের একাধিক সমস্যা থাকায় চুক্তি আর বাড়াচ্ছে না হিরো।

   

বিশেষ সূত্র থেকে জানা গিয়েছে, গত কয়েকদিন আগেই নাকি “হিরো” র অফিসে তল্লাশি চালায় ইডি। এমনকি তাদের চেয়ারম্যানের বিরুদ্ধে ও নাকি দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিকবার। তাই এই পরিস্থিতিতেই নাকি নিজেদের কিছুটা নিষ্ক্রিয় করতে চলেছে হিরো মোটরস। উল্লেখ্য, শুধুমাত্র আইএসএল নয়। আইলিগ থেকে শুরু করে আইপিএলের ক্ষেত্রে ও যথেষ্ট সক্রিয় থেকেছে এই লগ্নিকারী সংস্থা। এমনকি দেশের দুই তারকা ক্রিকেটার তথা বিরাট কোহলি ও স্মৃতি মান্ধানা দুজনেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত রয়েছেন এই কোম্পানির সঙ্গে। এমনতর পরিস্থিতি যে বড়সড় সমস্যায় পড়বে টুর্নামেন্টের উদ্যোক্তারা তা বলাই চলে।

এসবের মাঝেই আগামী ২১ তারিখ থেকে কোচিতে শুরু হতে চলেছে এবারের এই ফুটবল লিগ। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি ও কেরালা ব্লাস্টার্স দল। বর্তমানে সেদিকেই নজর রয়েছে সকলের। তার পরেই টুর্নামেন্টের নতুন দল পাঞ্জাব এফসির মুখোমুখি হবে গতবারের বিজয়ী মোহনবাগান সুপারজায়ান্টস।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন