East Bengal: আগামী রবিবার ইস্টবেঙ্গলে উদ্বোধন হবে নয়া লাউঞ্জ

East Bengal to Inaugurate New Lounge Next Sunday

এবারের ফুটবল মরশুমে খুব একটা ভালো পারফরম্যান্স না আসলেও আগামী মরশুম থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল (East Bengal) শিবির। সেইমতো দিনকয়েক আগেই ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যানটাইনকে বিদায় জানিয়ে আগামী মরশুমের জন্য নতুন কোচের নাম ঘোষণা করেছে লাল-হলুদ শিবির।

সকলকে চমকে দিয়ে দলের দায়িত্বে আনা হয়েছে বেঙ্গালুরু এফসির প্রাক্তন আইএসএল জয়ী কোচ কার্লোস কুয়াদ্রাত কে। তবে এখানেই শেষ নয়। আগামী রবিবার থাকছে আরো বড় চমক।

দীর্ঘদিন কাজ চলার পর আগামী রবিবার বিকেল ৫ টায় উন্মোচিত হতে চলেছে ক্লাবের নয়া মেম্বারস লাউঞ্জ। যেটি উদ্বোধন করতে আসবেন শহরের মেয়র ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পাশাপাশি এই অনুষ্ঠানে থাকতে পারেন দেবাশীষ কুমার। ঠিক এমনটাই জানানো হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে।

   

বলাবাহুল্য, কলকাতা ময়দানের প্রথম কোনো ক্লাব এই নয়া ব্যবস্থা গড়ে তুলছে লাল-হলুদ শিবির। যেখানে বিগ স্ক্রিনে খেলা দেখার পাশাপাশি সমস্ত রকমে খাদ্য ও পানীয় পরিষেবা মিলবে অতি সহজেই। বলতে গেলে একেবারে বিদেশি ক্লাব গুলির আদলে তৈরি করা হচ্ছে এই মেম্বারস লাউঞ্জ।

যা দেখার জন্য মুখিয়ে আপামর লাল-হলুদ সমর্থকরা। অন্যদিকে, আগামী মরশুমের আইএসএলের কথা মাথায় রেখে এখন থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে, দেশীয় ব্রিগেড কে শক্তিশালী করার লক্ষ্যে এখন থেকেই বহু তরুন ফুটবলারদের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছে মশাল ব্রিগেড। যাদের মধ্যে রয়েছেন রহিম আলী থেকে শুরু করে ধিরাজ ও প্রভসুখন গীল সহ আরও একাধিক তারকা। শেষ পর্যন্ত আদৌ কারা এই ক্লাবে আসে সেটাই দেখার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন