Netherlands vs England: ইয়ামালের পর এবার সিমন্স, আরও এক দুর্ধর্ষ গোল

আরও এক দুরন্ত গোল দেখলেন ফুটবল প্রেমীরা। বুলেটের মতো শট। চেষ্টা করেও গোলকিপার রুখতে পারেননি বলের গতি। ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস (Netherlands vs England) ম্যাচে দেখার…

Netherlands vs England

আরও এক দুরন্ত গোল দেখলেন ফুটবল প্রেমীরা। বুলেটের মতো শট। চেষ্টা করেও গোলকিপার রুখতে পারেননি বলের গতি। ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস (Netherlands vs England) ম্যাচে দেখার মতো গোল করলেন জাভি সিমন্স (Xavi Simons)।

Mohun Bagan: মোলিনা জমানায় গুরুত্ব পেতে পারেন ভারতীয়রা

   

চলতি উয়েফা ইউরোর ফাইনালে চলে গিয়েছে ইংল্যান্ড। নেদারল্যান্ডসকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ডে। ফাইনালে ইংল্যান্ডকে খেলতে হবে স্পেনের বিরুদ্ধে। গামী ১৫ জুলাই উয়েফা ইউরো ফাইনাল ম্যাচ।

ম্যাচ শুরু হওয়ার সাত মিনিটের মাথায় জাভি সিমন্স ডাচদের এগিয়ে দিলেও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। নিজেদের বক্সে ফাউল করে বসে নেদারল্যান্ডস। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি হ্যারি কেন। স্কোরলাইন ১-১ হওয়ার পর দুই দলের কাছেই গোল করার মতো একাধিক সুযোগ এসে গিয়েছিল। নেদারল্যান্ডস ও ইংল্যান্ড উভয় দলই তুল্যমূল্য আক্রমণ গড়ে তুলেছিল। দূর পাল্লার কিছু শট থেকে গোল করার চেষ্টা করেছিল ইংল্যান্ড। কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল ডাচ গোলরক্ষককে। ইংল্যান্ডের জর্ডন পিকফোর্ড-ও দলকে নিশ্চিত কিছু বিপদ থেকে উদ্ধার করেছিলেন।

Mohun Bagan ছাড়ছেন আনোয়ার? ভিডিও পোস্ট করল ক্লাব

খেলা যখন একেবারে শেষ লগ্নে উপস্থিত, তখনই ইংল্যাদের জয় সূচক গোল। ৯০ মিনিটের মাথায় ওলে ওয়াটকিন্স গোল করে স্কোরলাইন করেন ২-১। ইংল্যান্ডের জন্য নিশ্চিত করেন ফাইনাল খেলার টিকিট।