বড় দলে সুযোগ পেলেন সার্দান সমিতির ফুটবলার

Neroca FC signs former southern samiti footballer

কলকাতায় খেলা এক ফুটবলারকে দলে নিল নেরোকা ফুটবল ক্লাব (Neroca FC)। সাহান সজনিকে সই করিয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে আই লিগ খেলা এই ক্লাবের পক্ষ থেকে।

এবারের কলকাতা ফুটবল লিগে খেলেছেন একুশ বছর বয়সী এই তরুণ মিডফিল্ডার। সার্দান সমিতির হয়ে খেলেছেন চোখে পড়ার মতো ফুটবল। সেখান থেকেই নেরোকা সই করিয়েছে তাঁকে। সাহান ব্যক্তিগতভাবে ভালো খেললেও প্রত্যাশিত ফল লাভ করেনি সমিতি। শুরু হতে চলা কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে জায়গা পায়নি তারা।

   

ফ্রি ট্রান্সফারে নতুন দলে যোগ দিয়েছেন কলকাতায় খেলা এই ফুটবলার। অতীতে সমিতি ছাড়াও খেলেছেন দিল্লি ফুটবল ক্লাব, সিটি এফসিতে। মাঝের কিছুটা সময় ছিলেন মাঠের বাইরে।

অন্য দিকে ঘুরে দাঁড়াতে মরিয়া নেরোকা। গতবারের আই লিগের তুলনায় ভালো ফল করতে বদ্ধপরিকর ক্লাব। সদ্য শেষ হওয়া ডুরান্ড কাপে অংশ নিয়েছিল তারা। সেখানেও ব্যর্থতা। নতুন করে দল গুছিয়ে এবারের মরসুমে দাগ কাটতে চাইছে নেরোকা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন