HomeSports NewsIndia vs Pakistan : দুবাইয়ে ভারত-পাক মহারণ নিয়ে দিল্লির নীতি অনুসরণ করল...

India vs Pakistan : দুবাইয়ে ভারত-পাক মহারণ নিয়ে দিল্লির নীতি অনুসরণ করল BCCI?

- Advertisement -

১৪ সেপ্টেম্বর দুবাই (Dubai) আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025) সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ, ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan)। তবে এই হাইভোল্টেজ ম্যাচের আগে তৈরি হয়েছে এক নতুন বিতর্ক। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) এই ম্যাচ থেকে নিজেদের “অদৃশ্যভাবে” সরিয়ে নিচ্ছে। বোর্ডের শীর্ষ আধিকারিকরা কেউই এখনও পর্যন্ত দুবাইয়ে পৌঁছননি এবং তাঁদের ম্যাচে উপস্থিত থাকার সম্ভাবনাও প্রায় নেই বলেই দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে।

Super Cup 2025: চার শক্তিশালী ক্লাবের অংশগ্রহণ এখনও অনিশ্চিত, কেন?

   

পূর্বতন হামলার প্রভাব

এবছর জম্মু–কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন নিরীহ নাগরিক। এরপরই ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’। এই ঘটনার জেরে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। এরই মধ্যে ভারত–পাক ম্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে বয়কটের দাবিও। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, বিসিসিআইয়ের শীর্ষ কর্তারাও নাকি নিজেদের দূরে রাখছেন এই ম্যাচ থেকে। এমনই সংবাদ প্রকাশিত হচ্ছে জাতীয় সংবাদমাধ্যম গুলিতে।

Wasim Akram on Babar: বাবর-রিজওয়ানের পর পাকিস্তান টি-২০তে নয়া যুগ

কে থাকছেন, কে থাকছেন না?

জানা যাচ্ছে, বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া এই ম্যাচে উপস্থিত থাকবেন না। তিনি বর্তমানে মহিলাদের আইসিসি বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে ব্যস্ত রয়েছেন। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমলও এই ম্যাচ এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছেন। একমাত্র রাজীব শুক্লা, যিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সদস্য, তিনি দুবাই স্টেডিয়ামে উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে।

অন্যদিকে, আইসিসি চেয়ারম্যান জয় শাহ বর্তমানে আমেরিকায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন। ফলে তিনিও থাকবেন না এই হাইভোল্টেজ ম্যাচে। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রায় পুরো নেতৃত্বই এই ম্যাচ থেকে নিজেদের দূরে রাখছেন।

বিসিসিআই জানিয়েছে, তারা সরকারের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করছে। বিসিসিআই সচিব সইকিয়া স্পষ্ট জানিয়েছেন, “মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে অংশ নেওয়া এবং খেলায় অংশ নেওয়ার ক্ষেত্রে আমরা কেন্দ্র সরকারের নির্দেশ অনুসরণ করি। কোনও নির্দিষ্ট দেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক কেমন, সেটা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সরকার এখনও পর্যন্ত কোনও নিষেধাজ্ঞা আরোপ করেনি। তাই ভারত খেলবে।”

Asia Cup: ভারত-পাক ম্যাচ ঘিরে দিল্লিতে পুড়ল খেলোয়াড়দের কুশপুতুল

মাঠে প্রস্তুতি চলছে পুরোদমে

মাঠে যদিও এই বিতর্কের প্রভাব পড়ছে না। ভারতীয় দল জোরকদমে চলছে প্রস্তুতিতে। নতুন ধরনের ফিল্ডিং অনুশীলন শুরু করেছেন ফিল্ডিং কোচ টি দিলীপ। এক অভিনব কৌশলে ফুটবলের গোলকিপার অনুশীলনের অনুকরণে ক্যাচিং অনুশীলন চলছে হার্দিক, গিল, রিঙ্কু, তিলক বর্মা সহ দলের অনেকেরই।

Neither BCCI officials are expected to attend the India vs Pakistan clash at Asia Cup 2025 on Sunday in Dubai

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular