এই অভিজ্ঞ ভারতীয় গোলকিপার’কে দলে নিতে চলেছে East Bengal

Naveen Kumar

প্রতীক্ষার অবসান। আজ ডুরান্ড কাপে খেলতে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। চুক্তি প্রক্রিয়া মিটতে দেড়ি হওয়ায় ইস্টবেঙ্গলের দল গঠনের কাজ এবছর বিলম্বিত হয়েছিল। তাই মাত্র ১১ জনকে নিয়ে প্রস্তাব শুরু করেছিলেন কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন।

খেলার আগে সাংবাদিক সম্মেলনে লাল হলুদের কোচ জানিয়েছেন তার মূল লক্ষ‍্য আইএসএল।তবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টেও দল লড়াই দিক, এমনটাই প্রত‍্যাশা করছেন তিনি।ডুরান্ডের মঞ্চ’কে দলগঠনের কাজে লাগাতে চাইছেন ইস্টবেঙ্গল কোচ‌।

   

এখনও অবধি চার গোলকিপার নিশ্চিত নয় ইস্টবেঙ্গল। কমলজিত সিং, পবন কুমার কনফার্ম,তবে শারীরিক সমস্যার জেরে শুভাশিস রায় চৌধুরীকে এখনও মুল স্কোয়াডে রাখা হয়নি।এর মধ‍্যে শোনা যাচ্ছে বহু বছর আগে মোহনবাগানে খেলে যাওয়া অভিজ্ঞ ভারতীয় গোলকিপার নবীন কুমার’কে দলে নিতে চলেছে লাল হলুদ।কেরালা ব্লাস্টার্স,এটিকে সহ একাধিক ক্লাবে খেলা এই গোলকিপার গত মরশুমে খেলেছিলেন এফসি গোয়াতে,তাকে এবছর ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখা যেতে চলেছে।চতুর্থ গোলকিপার হিসেবে নেওয়া হতে পারে আদিত্য পাত্র’কে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন