Igor Stimac: দল বদল করতে পারেন জাতীয় দলের হেড কোচ!

Igor Stimac

এবার চাঞ্চল্যকর খবর পাওয়া গেল ভারতের জাতীয় দলের হেড কোচকে নিয়ে। অন্য একটি দেশ ইগোর স্টিম্যাচকে (Igor Stimac) কোচ হিসেবে নিয়োগ করতে চায় বলে এক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে।

ইগোর স্টিম্যাচের হাত ধরে অনেকটা বদলে গিয়েছে ভারতীয় ফুটবল দল। ফিফা ক্রম তালিকার ওপরের দিকে থাকা দলের বিরুদ্ধেও পাল্লা দিয়ে খেলছেন টিম ইন্ডিয়া। নতুন নতুন প্রতিভা তুলে এনেছেন অভিজ্ঞ ক্রোয়েশিয়ান কোচ। ভাঙা দল নিয়ে দেশকে তুলেছেন এশিয়ান গেমসের শেষ ষোলোয়। সৌদি আরবের বিরুদ্ধে রয়েছে ভারতের আগামী ম্যাচ। তার আগে প্রকাশ্যে এসেছে ইগোর স্টিম্যাচ সংক্রান্ত এই খবর।

   

মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের বর্তমান কোচকে নিজেদের দেশে নিয়ে আসতে আগ্রহী বসনিয়া হার্জগোভিনা। বসনিয়া হার্জগোভিনা এডিন জেকোর দেশ। জানা গিয়েছে, বর্তমান কোচ সে দেশে ফুটবল নিয়ামক কর্তাদের পছন্দের তালিকায় রয়েছে সুনীল ছেত্রীদের হেড কোচের নাম। কিছু দিন আগেই মেদো কোদ্রকে কোচের পদ থেকে ছাঁটাই করেছে বসনিয়া হার্জগোভিনা। আপাতত নতুন কোচের সন্ধানে রয়েছে সেই দেশের ফুটবল ফেডারেশন।
বসনিয়ায় ভালো ফুটবলারের অভাব না থাকলেও দল হিসেবে ভালো খেলতে তারা ব্যর্থ।

যার ফলে ফিফা বিশ্বকাপের মঞ্চে তাদের কদাচিৎ দেখা মেলে। ব্রাজিলে আয়োজিত ২০১৪ বিশ্বকাপে খেলেছিল বসনিয়া হার্জগোভিনা। ইউরো ২০২৪ যোগ্যতা নির্ণায়ক পর্বেও ডাহা ফেল বসনিয়া। ছয় ম্যাচের মধ্যে চারটিতেই তারা হেরে গিয়েছিল। খাতায় কলমে পিছিয়ে থাকা লুক্সেমবার্গের বিরুদ্ধেও পরাজয় বরণ করেছিল বসনিয়া হার্জগোভিনা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন