Sahal Abdul Samad: বড় ধাক্কা জাতীয় শিবিরে, ছিটকে গেলেন আব্দুল সামাদ

গত বছর আন্তর্জাতিক স্তরে বেশ কিছু ফুটবল টুর্নামেন্ট ঘরে এনেছে ভারতীয় দল। ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল কাপ হোক কিংবা বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। সব…

Sahal Abdul Samad

গত বছর আন্তর্জাতিক স্তরে বেশ কিছু ফুটবল টুর্নামেন্ট ঘরে এনেছে ভারতীয় দল। ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে শুরু করে ইন্টারকন্টিনেন্টাল কাপ হোক কিংবা বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। সব ক্ষেত্রেই চূড়ান্ত সাফল্য পেয়েছিল ব্লু টাইগার্স। তবে এশিয়ান গেমস থেকেই ছন্দ হারতে শুরু করেছিল দল। পরবর্তীতে এশিয়ান কাপ। ‌সেখানেও খুব একটা সুবিধা করতে পারেনি ইগর স্টিমাচের ছেলেরা।‌

তবে এবার ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে সকলে। আগামী ২২ তারিখ আফগানিস্তান দলের মুখোমুখি হতে হবে সুনীলদের। সেজন্য, গত বেশ কয়েকদিন ধরে ইগর স্টিমাচের তত্ত্বাবধানে অনুশীলন চালাচ্ছে গোটা দল। তবে এবার পাওয়া যাবে না সাহাল আব্দুল সামাদকে (Sahal Abdul Samad)।

কোচের ঘোষণা করা তালিকায় মোহনবাগানের অন্যতম দাপুটে এই ফুটবলারের নাম থাকলেও আন্তর্জাতিক এই ম্যাচে খেলা সম্ভব হচ্ছে না। বিশেষ সূত্র মারফত খবর হ্যামস্ট্রিংয়ের চোটের কারনে জাতীয় শিবির থেকে ছিটকে যেতে হয়েছে এই ফুটবলারকে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ব্লু-টাইগার্সদের কাছে।

Advertisements

উল্লেখ্য, এবারের এই ফুটবল মরশুমে সবুজ-মেরুন জার্সিতে যথেষ্ট সক্রিয় হয়ে উঠেছিলেন এই ভারতীয় ফুটবলার। গোল করার পাশাপাশি মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি করে প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের উপর চাপ বাড়ানোর ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা ছিল এই তারকার। সেজন্য, সবদিক বিচার বিবেচনা করেই সামাদকে জাতীয় শিবিরে ডেকেছিলেন কোচ।

কিন্তু আফগানিস্তানের বিপক্ষে আর খেলা হলো না এই ফুটবলারের। তাই এরফলে অনিরুদ্ধ থাপা থেকে শুরু করে জ্যাকসন সিংয়ের মত ফুটবলারদের উপর যে বাড়তি চাপ আসছে চলেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।