Kerala Blasters: মরশুম শেষেই কেরালা ছাড়তে পারেন এই বিদেশি ফুটবলার

ব্যাপক ভাবে শুরু হয়েছিল মরশুম। তবে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগে মোহনবাগান সুপারজায়ান্টস থেকে শুরু করে সার্জিও লোবেরার ওডিশা এফসির মতো শক্তিশালী ফুটবল দলের দাপটে…

Foreign footballer Daisuke Sakai

ব্যাপক ভাবে শুরু হয়েছিল মরশুম। তবে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগে মোহনবাগান সুপারজায়ান্টস থেকে শুরু করে সার্জিও লোবেরার ওডিশা এফসির মতো শক্তিশালী ফুটবল দলের দাপটে অনেকটাই ব্যাকফুটে চলে আসতে হয়েছিল কেরালা ব্লাস্টার্সকে (Kerala Blasters)। তবুও নিজেদের হারানো ছন্দ ফিরিয়ে টুর্নামেন্টের প্লে অফে নিজেদের নিশ্চিত করে ফেলেছে ইভান ভুকোমানোভিচের কেরালা।

বর্তমানে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে রয়েছে দল। আগামী মাসে তাদের লড়াই করতে হবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গলের বিপক্ষে। সেই ম্যাচে জয় ফিরতে চায় এই ফুটবল ক্লাব। তবে দলের একাধিক ফুটবলারদের চোট আঘাত জনিত সমস্যা অনেকটাই পিছিয়ে দিয়েছিল তাদের। কিন্তু সময় যত এগোচ্ছে নিজেদের পুরনো ছন্দে ফিরছে দক্ষিণের এই ফুটবল ক্লাব।

বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজেদের চোট পাওয়া ফুটবলারদের দলে ফিরিয়ে আনা অন্যতম লক্ষ্য তাদের। সেটি সম্ভব হলে পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগের প্লে অফের লড়াইয়ে অনেকটাই অক্সিজেন পাবে ইভান ভুকোমানোভিচের ছেলেরা। যতদূর জানা গিয়েছে, খুব শীঘ্রই দলে ফিরতে চলেছেন অন্যতম দাপুটে ফুটবলার আদ্রিয়ান লুনা। তুমি ফিরে আসলে দল যে আরো অনেকটাই শক্তিশালী হবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এখন থেকেই নতুন মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে এই ফুটবল ক্লাব। শেষ মরশুমে অনেকটা ব্যাকফুটে চলে যেতে হলেও ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরেছে দল। সেই ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য তাদের।

তাই নতুন মরশুমে নিজেদের দলকে আরো মজবুত করতে চাইছে কেরালা। দল থেকে বাদ পড়তে পারেন জাপানি ফুটবলার ডাইসুকে সাকাই। চলতি বছরের মে মাস পর্যন্ত এই ফুটবলার সঙ্গে চুক্তি রয়েছে কেরালার। যতদূর খবর, নতুন আইএসএল মরশুমের জন্য এই দাপুটে রাইট উইঙ্গারের সঙ্গে আর হয়ত চুক্তি বাড়বে না কেরালা ম্যানেজমেন্ট। তার বদলে দলে দেখা যেতে পারে কোনও নতুন মুখকে। তবে কে আসতে পারেন সাকাইয়ের পরিবর্তে তা এখনো ধোঁয়াশা।