ঋষভ পন্থের (Rishabh Pant) চোট নতুন করে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় শিবিরে (Indian Cricket Team)। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে অ্যাণ্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) পঞ্চম ও শেষ টেস্টের আগে পন্থের অনুপস্থিতি কার্যত নিশ্চিত। আর সেই কারণেই দলের উইকেটরক্ষক বিকল্প খোঁজার তৎপরতায় নেমেছে বিসিসিআই। প্রথম পছন্দ ছিলেন ঈশান কিষাণ, কিন্তু এক অদ্ভুত দুর্ঘটনায় তিনিও ছিটকে গিয়েছেন বলে জানা গিয়েছে। ফলত, এখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন চেন্নাইয়ের উইকেটকিপার-ব্যাটার এবং কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ক্রিকেটার নারায়ণ জগদীশন (Narayan Jagadeesan)।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ব্যাটিং করার সময় ঋষভ পন্থের বাঁ পায়ে গুরুতর চোট লাগে। খেলা চলাকালীনই অ্যাম্বুল্যান্সে করে মাঠ ছাড়তে হয় তাঁকে। বোর্ড সূত্রে খবর, পন্থের মেটাটারসাল হাড়ে চিড় ধরেছে, এবং তাঁর পায়ের অবস্থা মোটেও ভালো নয়। যদিও তিনি ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন এবং দুর্দান্ত একটি অর্ধশতরান করে দলের স্কোর ৩৫০ রানে পৌঁছে দেন, তবে উইকেট রক্ষা করার অবস্থায় তিনি ছিলেন না।
পঞ্চম টেস্টের জন্য তাঁর ফেরা অসম্ভব, সেই সিদ্ধান্ত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন চিকিৎসক ও ফিজিওরা। ফলে বিকল্প উইকেটরক্ষক প্রয়োজন হয়ে পড়ে ভারতীয় শিবিরে। প্রথমে পন্থের পরিবর্ত হিসেবে ভাবা হয়েছিল ঈশান কিষাণের কথা। কিন্তু তাঁর নিয়তি যেন আরও নির্মম। জাতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী, তিনি সম্প্রতি স্কুটি থেকে পড়ে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পান এবং সেখানে কয়েকটি সেলাই পড়ে। চোট এমন যে, তাঁকে মাঠে ফিরতে আরও কিছুদিন সময় লাগবে।
ঈশান বর্তমানে ইংল্যান্ডেই অবস্থান করছেন এবং নটিংহ্যামশায়ারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত দুটি ইনিংস (৮৭ এবং ৭৭ রান) খেলে নজর কাড়েন। কিন্তু এই চোটের জন্য তাঁকে বিবেচনার বাইরে রাখতে হচ্ছে বিসিসিআইকে।
এই জটিল পরিস্থিতিতে প্রধান নির্বাচক অজিত আগরকর, কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমন গিলের সঙ্গে আলোচনা করে নারায়ণ জগদীশনের নাম চূড়ান্ত করা হতে পারে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ম্যাঞ্চেস্টারে পঞ্চম টেস্ট শুরুর আগেই ভারতীয় দলে যোগ দিতে পারেন জগদীশন। যদিও এখনো পর্যন্ত বিসিসিআইয়ের তরফে এই বিষয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি।
২৮ বছর বয়সি তামিলনাড়ুর উইকেটকিপার-ব্যাটার নারায়ণ জগদীশন ঘরোয়া ক্রিকেটে এক পরিচিত নাম। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ৫২টি ম্যাচ, যেখানে তিনি করেছেন ৩৩৭৩ রান। উইকেটের পেছনে তাঁর রেকর্ডও যথেষ্ট চিত্তাকর্ষক—১৩৩টি ক্যাচ ও ১৪টি স্টাম্পিং।
জগদীশন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন, যদিও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জোরেই ফের জাতীয় দলে ফেরার দরজা খুলে গেল তাঁর সামনে।
ঋষভ পন্থের চোট এবং ঈশান কিষাণের অনুপলব্ধতা এক নতুন দায়িত্ব চাপিয়ে দিল জগদীশনের কাঁধে। ভারতীয় টেস্ট দলে এখনও তাঁর অভিষেক হয়নি, ফলে ম্যাঞ্চেস্টার টেস্টেই যদি সুযোগ পান, তবে সেটাই হতে পারে তাঁর টেস্ট অভিষেক।
ভারতীয় দলের উইকেটকিপিং বিকল্পে এই আকস্মিক পরিবর্তন এক নতুন দিগন্তের সূচনা করতে পারে। পন্থের সাহসিক ইনিংস এবং ঈশানের দুর্ভাগ্যজনক চোটের পর, এখন নজর থাকবে নারায়ণ জগদীশনের দিকেই—তিনি কি পারবেন দেশের জন্য নিজেকে প্রমাণ করতে? ক্রিকেটপ্রেমীদের উত্তরের অপেক্ষা।
Narayan Jagadeesan set to replace injured Indian Cricket Team star Rishabh Pant