সম্প্রতি সময়ের পশ্চিমবঙ্গের অন্যতম ফুটবলার হিসেবে গণ্য করা হতো তার নাম। ভারতীয় ক্লাব ফুটবল এবং দেশের হয়ে খেলেছেন ধারাবাহিকভাবে। একবার লোন স্পেল হল মোট তিন দফায় খেলেছেন ইস্টবেঙ্গলে। সেই নারায়ণ দাস (Narayan Das) পেলেন বড় সুযোগ।
পশ্চিমবঙ্গ থেকে যে ক’জন ফুটবলার জাতীয় স্তরে ধারাবাহিকভাবে খেলেছেন তাদের মধ্যে নারায়ণ দাস একজন। ২০১২ সাল থেকে শুরু করেছিলেন নিজের সিনিয়র ফুটবল কেরিয়ার। সেই থেকে একাধিক নামকরা ক্লাবের হয়ে খেলেছেন। টাটা ফুটবল অ্যাকাডেমির এই ছাত্র ফুটবল প্রেমীদের নজর কেড়েছিলেন ইন্ডিয়ান অ্যারোজ এবং ডেম্পোর হয়ে খেলে। পরে মাঠে নেমেছেন গোয়া, পুনে সিটি, ইস্টবেঙ্গল, ওড়িশা, চেন্নাইয়িন ফুটবল ক্লাবের হয়ে। নতুন মরসুমে নারায়ণ খেলবেন ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব এফসি গোয়ার হয়ে।
বুধবার বিকেলে এফসি গোয়ার পক্ষ থেকে নারায়ণ দাসের যোগদান সম্পরে সামাজিক মাধ্যমে জানানো হয়েছিল। সরকারীভাবে জানানোর আগেই অবশ্য ফুটবল প্রেমীদের কাছে পৌঁছে গিয়েছিল এই সই সংবাদ। জানা গিয়েছে, ইতিমধ্যে এফসি গোয়া শিবিরে যোগ দিয়েছেন ত্রিবেণীর রক্ষণভাগের এই ফুটবলার।
A name all Gaurs will fondly remember! The club would like to confirm that we have signed @narayandas21 on a 1-year deal. Welcome back Patrão! 🧡🐂 pic.twitter.com/gJlg3pMHy9
— FC Goa (@FCGoaOfficial) September 6, 2023
আরো এক দফায় গোয়ায় ফিরে নারায়ণ বলেছেন, “ক্লাবে ফিরে আসতে পেরে খুবই ভালো লাগছে। জন্মভূমি থেকে দূরে এটাও আমার একটা বাড়ি। কেরিয়ারের অনেকটা সময় আমি এখানে কাটিয়েছি। আগের থেকে অনেক কিছু বদলেছে। কিন্তু সমর্থক এবং ক্লাব ম্যানেজমেন্ট সেই আগের মতোই রয়েছেন।”