নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh) কোথাও যাচ্ছেন না, ইস্টবেঙ্গলেই (East Bengal) থাকছেন। কিছু দিন আগে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল এই খবর। লাল হলুদ শিবিরের সঙ্গে নতুন চুক্তি প্রসঙ্গে মন্তব্য করেছেন মহেশ নিজে।
ইন্ডিয়ান সুপার লীগে অংশ নেওয়ার পর থেকে দল হিসেবে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি ইস্টবেঙ্গল। বিগত কয়েক বছরে দল ভালো না খেললেও লাল হলুদ শিবির ভারতীয় ফুটবল প্রেমীদের উপহার দিয়েছে একাধিক প্রতিভা। যাদের মধ্যে অবশ্যই একজন নাওরেম মহেশ সিং। মহেশ এক মরসুমের বিস্ময় নন, যত সময় এগোচ্ছে তিনি সেটা বুঝিয়ে দিচ্ছেন। ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে খেলার পরেই জাতীয় শিবিরে সুযোগ পেয়েছিলেন। এখন ভারতের প্রথম একাদশের নিয়মিত ফুটবলার।
মহেশের সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করেছে ইস্টবেঙ্গল। শোনা গিয়েছিল দেশের একাধিক ক্লাব তাকে দলের নেওয়ার ব্যাপারে উৎসাহী ছিল। শেষ পর্যন্ত ঘরের ছেলেকে ঘরে রাখতে পেরেছেন ইস্টবেঙ্গল কর্তারা। খুশি ক্লাবের সমর্থকরা। খুশি মহেশ নিজেও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মহেশ বলেছেন, “ইস্টবেঙ্গলের হয়ে প্রতিনিধিত্ব করা সব সময় গর্বের বিষয়। ইস্টবেঙ্গল আমাকে সুযোগ দিয়েছিল এবং এই কারণেই আজ আমি জাতীয় দলের ফুটবলার। ইস্টবেঙ্গলের হয়ে খেলা মানে প্লেজার (আনন্দ), প্রেসার (চাপ) নয়।”