East Bengal Coach: দল নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী কুয়াদ্রাত, কী বললেন তিনি?

আইএসএলের প্রথম ম্যাচে এবার জামশেদপুর এফসির বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফসির বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। সেই…

East Bengal Coach Carles Cuadrat Exudes Confidence in the Team's Abilities

আইএসএলের প্রথম ম্যাচে এবার জামশেদপুর এফসির বিপক্ষে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদ এফসির বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল দল। সেই আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছিল কুয়াদ্রাতের ছেলেরা।

প্রথমদিকে নাওরেম মহেশ সিংয়ের করা গোলে দল এগিয়ে থাকলেও তা শোধ হয়ে যায় কিছুক্ষণ পরেই। সহজেই পেনাল্টি পেয়ে যায় সাইমনের বেঙ্গালুরু। সেখান থেকে গোল করেন ছেত্রী। তারপর প্রথমার্ধে উভয় দলের কাছে একাধিক সুযোগ আসলেও তা কাজে লাগানো সম্ভব হয়নি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের খেলোয়াড়দের হাতে বল লাগলেও তা গুরুত্ব দেননি রেফারি। যারফলে, নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত থাকে লাল-হলুদ। অন্যদিকে, সেই ঘটনার ঠিক কিছুক্ষণ পরেই বিশ্বমানের গোল করে দলকে এগিয়ে দেন জাভি হার্নান্দেজ। নির্ধারিত সময়ের শেষে সেই ফলাফল নিয়েই ম্যাচ জেতে বেঙ্গালুরু। যা নিয়ে হতাশ ছিল সকলেই।

তবে বর্তমানে সমস্ত নিরাশা কাটিয়ে পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিয়েছে লাল-হলুদ শিবির। আগামী ২১ তারিখ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মানানো মার্কেজের এফসি গোয়ার মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল। সেই মতো অনুশীলন চালায় গোটা দল। মূলত মাঝ মাঠের পাশাপাশি দলের রক্ষনভাগের ফুটবলারদের বাড়তি সক্রিয়তার উপর নজর দেন কোচ। অন্যদিকে, বাকিদের সাথে পাল্লা দিয়ে অনুশীলন করতে দেখা যায় লাল-হলুদ তরকা ক্লেটন সিলভাকে। বলতে গেলে গত ম্যাচের হতাশাজনক পারফরম্যান্সের পরেও দল নিয়ে যথেষ্ট আশাবাদী এই স্প্যানিশ কোচ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, গত ম্যাচে বেঙ্গালুরু দলের বিপক্ষে আমরা যথেষ্ট ভালো খেলেছি। সেই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কোনো অজুহাত দিতে চাইনা। তবে শুধু ভালো খেললেই হবে না। আমাদের ম্যাচ জিততেও হবে। আমরা যত গোলের সুযোগ তৈরি করেছি। তার থেকে অনেকটাই কম কাজে লাগাতে পেরেছি। প্রতি ম্যাচেই আমাদের গোল করতে হবে। ম্যাচ জিততে হবে।

পূর্বে আইএসএলের তরফ থেকে যে টেবিল প্রকাশ করা হয়েছে, সেখানে গোল পার্থক্যের ভিত্তিতে আমরা চতুর্থ স্থানে ছিলাম। তবে বর্তমানে আমরা যেখানে রয়েছি, সেখানে আমাদের থাকার কথা নয়। আমরা অন্তত পক্ষে ৬ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করতে পারতাম। তবে আমি আশাবাদী, ছেলেরা আগামী ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।