জাতীয় দলে সুযোগ না পেয়ে ‘বিস্ফোরক’ লাল-হলুদ ফুটবলার, ব্যাখ্যা দলের ভূমিকাতেও

চলতি মরশুমের পারফরম্যন্স (Performance) খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের পক্ষে (East Bengal)। ডুরান্ড কাপে চরম ব্যর্থতার পর ইন্ডিয়ান সুপার লিগে টানা ছয় ম্যাচে হার। তবুও…

East Bengal Footballer Naorem Mahesh Singh reflects on Indian Football Team

short-samachar

চলতি মরশুমের পারফরম্যন্স (Performance) খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের পক্ষে (East Bengal)। ডুরান্ড কাপে চরম ব্যর্থতার পর ইন্ডিয়ান সুপার লিগে টানা ছয় ম্যাচে হার। তবুও এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কলকাতা ময়দানের এই প্রধান। প্রথম ম্যাচে ভুটানের শক্তিশালী ফুটবল ক্লাব পারো এফসির সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে অতি সহজেই তাঁরা পরাজিত করেছে বাংলাদেশের শক্তিশালী ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসকে। সেই ধারা বজায় রেখেই তৃতীয় ম্যাচ জয়। সেখানে লেবাননের শক্তিশালী ফুটবল ক্লাব নেজমেহ এসসিকে ৩-২ গোলে হারায় মশাল ব্রিগেড। এরই বড় মন্তব্য করলেন নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh)।

   

ফুটবলারদের ফিটনেসের দিকে বাড়তি নজর দিচ্ছেন অস্কার

প্রিয় দল লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছাতেই যথেষ্ট খুশি লাল-হলুদ সমর্থকরা। বর্তমানে কোয়ার্টার ফাইনালে আগে হাতে রয়েছে বেশ কয়েক মাস। হাইফোল্টেজ কোয়ার্টার ফাইনাল খেলার আগে আইএসএলে নিজেদের ছন্দ ফেরানোই একমাত্র এবং প্রধান লক্ষ্য ইস্টবেঙ্গলের। নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৯ই নভেম্বর নিজেদের ঘরের মাঠে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলতে নামবে অস্কার ব্রুজোর (Oscar Bruzon) ছেলেরা।

নয়া ফুটবলারের খোঁজে মহামেডান, নজরে এই ব্রাজিলিয়ান?

সেইমতো নিজেদের প্রস্তুত করছেন আনোয়ার আলি থেকে শুরু করে সৌভিক চক্রবর্তীর মতো ফুটবলাররা। ময়দানের আরেক চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে ডার্বি হেরেও আইএসএলের প্লে অফে দল যে খেলবে তার অঙ্ক দেখিয়েছিলেন এই স্প্যানিশ কোচ।

IPL 2025 নিলাম: তালিকায় বেন স্টোকস নেই, চমক অ্যান্ডারসন

মোহামেডানের বিরুদ্ধে নামার আগে জাতীয় দোলে সুযোগ না পায়ে ‘বিস্ফোরক’ লাল-হলুদ ফুটবলার নাওরেম মহেশ সিং (Naorem Mahesh Singh)। ১৮ নভেম্বর মালেশিয়ার (Malaysia) বিপক্ষে একক প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। গতকালই ২৬ জন ফুটবলারের সম্ভাব্য নাম প্রকাশ করেছেন জাতীয় দলের কোচ মানোলো মার্কুয়েজ। সেখানে নাম নেই বাগান অধিনায়ক শুভাশীষ বোস, নাওরেম মহেশ সিং সহ দুই শিবিরের বেশ কিছু পরিচিত ফুটবলারের।

“অভিষেক নায়ারের ভূমিকা কী?” গৌতম গম্ভীরকে সতর্ক করলেন সুনীল গাভাস্কার

এই প্রসঙ্গে ইস্টবেঙ্গল ফুটবলার নাওরেম মহেশ সিং জানিয়েছেন, “ভুটানে আমাদের ফিরে আসাটা খুব জরুরি ছিল। ভালো খেলতে পারছি না তাই জাতীয় দলে সুযোগ পাইনি।” প্রসঙ্গত গত মরশুমে নাওরেম মহেশের দুরন্ত পারফরম্যন্স চোখে পড়ার মতো থাকলেও। এই মরশুমে তাঁকে তেমন ছন্দে দেখতে পাওয়া যায়নি।

গতকালই ভারতীয় ফুটবল দলের হেডকোচ জানান , “প্রতিটি উইন্ডো দিয়ে আমরা মোট ২৬ জন ফুটবলারকে ডেকেছি। পরবর্তীতে আমরা যে গ্রুপটি পেতে চাই সেই পথেই আমরা আরও এগোচ্ছি। আমাদের লক্ষ্য হল পট ওয়ানে থাকা। সেখানে ভালো অবস্থান বজায় রেখে আগামী মার্চ মাসে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে পৌঁছানো।”