East Bengal: অবশেষে মশালবাহিনীর অনুশীলনে আসলেন মহেশ ও নুঙ্গা

গত ২৩ জানুয়ারি এফসি এশিয়ান কাপে অভিযান শেষ করেছে ভারতীয় ফুটবল দল। পূর্বে এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট নিয়ে দেশবাসী যথেষ্ট আশাবাদী থাকলেও পরবর্তীতে ম্যাচ এগোনোর…

Naorem Mahesh Singh, Lalchungnunga

গত ২৩ জানুয়ারি এফসি এশিয়ান কাপে অভিযান শেষ করেছে ভারতীয় ফুটবল দল। পূর্বে এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট নিয়ে দেশবাসী যথেষ্ট আশাবাদী থাকলেও পরবর্তীতে ম্যাচ এগোনোর সাথে সাথে মিলেছে শুধুই হতাশা। অস্ট্রেলিয়া থেকে শুরু করে উজবেকিস্তান হোক কিংবা সিরিয়া প্রত্যেক ম্যাচেই ধরাশায়ী হতে হয়েছে ব্লু টাইগার্সদের।

Advertisements

অস্ট্রেলিয়া ভারতীয় ফুটবল দল অপেক্ষা যথেষ্ট শক্তিশালী থাকলেও প্রথমার্ধের শেষে খাতাই খুলতে পারেনি অজিরা। তবে দ্বিতীয়ার্ধে মোট দুবার সুযোগ পায় অস্ট্রেলিয়া। সেখান থেকে আসে দুটো গোল। তারপর আর ম্যাচে ফেলা সম্ভব হয়নি ভারতের পক্ষে। মুখোমুখি হতে হয়েছিল ভারতকে। সেই ম্যাচও পরাজিত হতে হয় বিরাট বড় ব্যবধানে।

   

তবে তৃতীয় ম্যাচ নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল দেশের ফুটবলপ্রেমী মানুষেরা। আসলে এই ম্যাচ জিতলে পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা থাকতো ইগর স্টিমাচের ছেলেদের। কিন্তু শেষ রক্ষা হয়নি। সেই ম্যাচ পরাজিত হতেই একেবারে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হয় সুনীলদের। যার দরুন দেশে ফিরে এবার নিজেদের ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছে দলের ফুটবলাররা। হাতে মাত্র একটা দিন তারপরই কলিঙ্গ সুপার কাপের ফাইনাল। যেখানে মুখোমুখি হবে ইমামি ইস্টবেঙ্গল ও ওডিশা এফসি। দুই দলের লক্ষ্য সুপার কাপ জিতে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া। সেই মতো পরিকল্পনা সাজাচ্ছেন দুই স্প্যানিশ কোচ।

একদিকে সার্জিও লোবেরা অন্যদিকে কার্লোস কুয়াদ্রাত। তবে লাল-হলুদ থেকে জাতীয় শিবিরে খেলতে গিয়েছিলেন উইঙ্গার নাওরেম মহেশ সিং। ও তরুণ ডিফেন্ডার লালচুংনুঙ্গা। জাতীয় শিবিরের ম্যাচ শেষ করে দুজনেই ভারতে ফিরে এসেছেন কদিন আগে। অবশেষে আজ থেকে দলের সঙ্গে অনুশীলনের যোগ দিলেন দুই দাপুটে ফুটবলার। যার ফলে সব ঠিকঠাক থাকলে সুপার কাপ ফাইনালে খেলতে দেখা যেতে পারে এই দুই দাপুটে ফুটবলারকে। যার ফলে দল যে আরো শক্তিশালী হবে তা নিশ্চিত।