Kalinga Super Cup: কুয়াদ্রাতের ঘুম কেড়ে নিতে পারেন এই দাপুটে ফুটবলার

হাতে আর একটা দিন। তারপরেই কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) ফাইনাল। এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষ। একদিকে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান…

Mourtada Fall

হাতে আর একটা দিন। তারপরেই কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) ফাইনাল। এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষ। একদিকে রয়েছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গল অন্যদিকে ওডিশা এফসি। পূর্বে, খালিদ জামিলের জামশেদপুর এফসিকে হারিয়ে ফাইনালে উঠে গিয়েছিল ইস্টবেঙ্গল।

তারপর গত বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে পেট্রো ক্রাটকির মুম্বাই সিটি এফসিকে হারিয়ে ফাইনালে চলে আসে সার্জিও লোবেরার ওডিশা। বলাবাহুল্য, গত মরশুমে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে হারিয়ে সুপার কাপ জিতেছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল দল। সেজন্য এএফসি কাপ খেলার সুযোগ চলে আসে তাদের কাছে।

এবার আবারো ফাইনাল। ফের সুপার কাপ নিজেদের ঘরে রেখে আন্তর্জাতিক ক্ষেত্রে অংশগ্রহণের রাস্তা পরিষ্কার রাখতে চাইছে ওডিশা। অন্যদিকে, মরশুমের শুরুতে ডুরান্ড কাপ ঘরে না এলেও সুপার কাপ জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাইছে ইস্টবেঙ্গল। সেই সাথে গত কয়েক বছর ধরে যে ট্রফির খড়া দেখা দিয়েছে এই প্রধানে তা ঘোচানোরও লড়াই কুয়াদ্রাতের। তবে এক্ষেত্রে যথেষ্ট লড়াই করতে হবে এই প্রধানকে। গতবারের মতো এবারও দুরন্ত ছন্দে রয়েছে ওডিশা এফসি। এক্ষেত্রে তাদেরও লক্ষ্য থাকবে ট্রফি জিতে জয়ের ধারা অব্যাহত রাখা।

তবে লাল-হলুদের অন্যতম চিন্তার কারণ হয়ে উঠতে পারেন ওডিশার এক বিদেশি ফুটবলার। তিনি সেনেগালের অন্যতম দাপুটে ফুটবলার মুর্তাজা ফল। উল্লেখ্য গত ফুটবল মরশুমে মুম্বাই সিটি এফসির অধিনায়ক হিসেবে ছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে লোবেরা দেশে ফিরে ওডিশার হাল ধরতেই চলে আসেন এই ফুটবল দলে। এরপর থেকেই দলের রক্ষণভাগ অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হয়ে উঠেছেন তিনি। উচ্চতার পাশাপাশি তার বুদ্ধিদীপ্ত মনোভাব যথেষ্ট চাপে ফেলতে পারে প্রতিপক্ষ দলকে। তবে এক্ষেত্রে ফলকে আটকানোর জন্য সৌভিক চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হলে ফাইনাল ম্যাচে আদৌ কতটা সফল থাকবেন কুয়াদ্রাত এখন সেটাই দেখার।