East Bengal FC: আইএসএল ইতিহাসে মশাল-বাহিনীর সেরা ভারতীয় মহেশ

naorem mahesh

রাতারাতি হিরো৷ রবিবার রাতের একটা গোলে মশাল-বাহিনী (East Bengal FC) আর সমর্থকদের প্রাণ হয়ে উঠলেন৷ বাংলার মাটিতে এখন জয়গান মনিপুরের মাটির ছেলের৷ হিরো আইএসএল কাপে রবিবার গতবারের চ্যাম্পিয় মুম্বই সিটি এফ-কে ইস্টবেঙ্গল হারানোর পর এখন এই মনিপুরের ছেলে নওরেম মহেশকে (Naorem Mahesh) নিয়ে মাথায় তুলে নাচছে লাল-হলুদ সমর্থকরা৷

কারণ, মুম্বই সিটি এফসির বিরুদ্ধে কখনও ম্যাচ জেতেনি ইস্টবেঙ্গল। প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে তিন পয়েন্ট ছিনিয়ে আনবে লাল-হলুদ শিবির, এটা সমর্থকদের কাছে অভাবনীয় বিষয় ছিল। চলতি বছরে আইএসএলে মুম্বইয়ের বিরুদ্ধে ৩-০ হেরেছিল স্টিফেন কনস্টান্টাইনের দল। রবিবারের ম্যাচে সেই শাপমোচন হল। প্রথমবার মুম্বইয়ের বিরুদ্ধে পায় জয় ইস্টবেঙ্গল।

   

তবে এত কিছুর পরেও কিন্তু ম্যাচের সেরা নওরেম মহেশ৷ পরিসংখ্যান বলছে, আইএসএলের ইতিহাসে ইস্টবেঙ্গল এফসির সেরা ভারতীয় খেলোয়াড় নওরেম৷ পুরো আইএসএলে তিনি মোট ৩৮টি ম্যাচ খেলেছেন৷ তারমধ্যে তার দখলে রয়েছে মোট চারটে গোল৷ আর সতীর্থদের গোল করতে সাহায্য করেছেন সাতটি৷ স্বাভাবিকভাবেই নওরেমের সেরা পারফর্মেন্সটা ধরা পড়েছে টিমের পরিসংখ্যান বিশ্লেষণ করে৷

মনিপুরের উইংগার নওরেম মহেশ সিং’কে (Naorem Mahesh Singh) দুই বছরের চুক্তিতে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। গত মরশুমে নওরেম ইস্টবেঙ্গলে এসেছিলেন লোনে৷ সেই সময় পর্যন্ত ১৮ টা ম‍্যাচ খেলেছিলেন৷ গোল করেছিলেন দুটি। তার পারফরম্যান্সের ভিত্তিতে ইস্টবেঙ্গল তাকে দলে রেখে দেয় পরের মরশুমের জন্য। এছাড়া শিলং লাজং, কেরালা ব্লাস্টার্স বি, সুদেভা দিল্লি’তে খেলেছিলেন তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন