ইতিহাস গড়ল নন্দঝাড় হাই স্কুল, রাজ্যজয়ী অনূর্ধ্ব-১৭ কন্যা ফুটবল দল

গ্রামীণ বাংলার অজ পাড়াগাঁ থেকে উঠে এসে রাজ্য স্তরে নজিরবিহীন কৃতিত্ব অর্জন করল ইসলামপুর মহকুমার নন্দঝাড় আদিবাসী তপশিলি হাই স্কুলের (Nandajhar Adibasi Tapashili High School)…

Nandajhar Adibasi Tapashili High School under-17 girls football team has emerged as the State Level Champions of the 64th Subroto Cup Tournament 2025

গ্রামীণ বাংলার অজ পাড়াগাঁ থেকে উঠে এসে রাজ্য স্তরে নজিরবিহীন কৃতিত্ব অর্জন করল ইসলামপুর মহকুমার নন্দঝাড় আদিবাসী তপশিলি হাই স্কুলের (Nandajhar Adibasi Tapashili High School) অনূর্ধ্ব-১৭ কন্যা ফুটবল দল (Football Team)। ৬৪তম সুব্রত কাপ ২০২৫ (Subroto Cup Tournament 2025) রাজ্য পর্যায়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে গোটা জেলার মুখ উজ্জ্বল করেছে তারা। মঙ্গলবার সকালে এই গৌরবময় সাফল্য উদ্‌যাপন করতে বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য রোড শো আয়োজিত হয়, যেখানে অংশগ্রহণ করে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিবাকরা।

   

এই বিজয় শুধুমাত্র ট্রফি অর্জন নয়, বরং এক সংগ্রামের ফলাফল। প্রতিকূলতাকে পাশে রেখে লড়াই চালিয়ে যাওয়া এই কন্যারা প্রমাণ করে দিয়েছে, প্রতিভা কোনো সীমাবদ্ধতার মধ্যেই আবদ্ধ নয়। পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস থাকলে গ্রাম থেকেও বিশ্ব মঞ্চে পৌঁছনো সম্ভব। স্কুলের প্রধান শিক্ষক এই উপলক্ষে বলেন, “এই জয় আমাদের স্কুলের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। আমাদের ছাত্রীরা আজ শুধু খেলায় নয়, মনোবল ও দৃঢ় সংকল্পের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।”

এই সাফল্যের পেছনে স্কুলের কোচ শ্রী চন্দন পালের ভূমিকা অনস্বীকার্য। কোচ বলেন, “মেয়েরা যেভাবে কঠোর পরিশ্রম করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ওদের জেদ ও ঐক্যবদ্ধতাই এই সাফল্যের আসল চাবিকাঠি।” তিনি আরও জানান, আগামী দিনে জাতীয় পর্যায়ের জন্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মীরাও এই বিজয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। তাঁরা বলেন, এই কন্যারা আজ প্রমাণ করেছে, শিক্ষা ও খেলাধুলা দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়া উচিত। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তাদের পাঠদান ছাড়াও ক্রীড়াক্ষেত্রেও ছাত্রীদের পাশে থেকেছেন সবসময়।

Advertisements

এই আনন্দঘন মুহূর্তে উপস্থাপন করা হয় স্কুলের খেলোয়াড়দের পরিবারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এক অভিভাবক বলেন, “আমাদের সন্তানরা আজ যেটা করেছে, সেটা শুধু আমাদের জন্য নয়, গোটা গ্রামের জন্য গর্বের বিষয়।” নন্দঝাড়ের এই সাফল্য নতুন প্রজন্মের ছাত্রীদের কাছে এক অনুপ্রেরণা হয়ে উঠবে বলেই আশা সকলের। রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই প্রতিভার সঠিক পরিচর্যা হলে তারা যে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরেও সফল হতে পারে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

সুব্রত কাপে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করতে চলেছে এই কন্যা দল। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রস্তুতির জন্য আলাদা ক্রীড়া প্রশিক্ষণ শিবির ও মানসিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের গর্ব হিসেবে এবার এই কন্যারা জাতীয় পর্যায়ে কতটা এগিয়ে যেতে পারে, এখন সেদিকেই তাকিয়ে উত্তর দিনাজপুর জেলা।

Nandajhar Adibasi Tapashili High School under-17 girls football team has emerged as the State Level Champions of the 64th Subroto Cup Tournament 2025