২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নামিবিয়া (Namibia)। দলের নেতৃত্বের দায়ভার গেরহার্ড ইরাসমাসের কাছে দেওয়া হয়েছে। কিন্তু টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি করা জন নিকোল লফটি-ইটনকে জায়গা দেওয়া হয়নি আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে।
KKR: চিৎকার-রাগারাগি নয়, কেকেআর হারলেও ক্রিকেটারদের জড়িয়ে ধরেন শাহরুখ
গত ফেব্রুয়ারিতে নেপালের বিপক্ষে মাত্র ৩৩ বল খেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন লফটি ইটন। লফটি-ইটন বর্তমানে নামিবিয়ায় অন্যতম বিতর্কিত মুখ হয়ে উঠেছেন। ক্রিকেট নামিবিয়া জানিয়েছে, ‘বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত তারা কোনো মন্তব্য করতে পারবে না।’
Hira Mondal: হীরা মন্ডল এখন কী করছেন? নিজেই দিলেন আপডেট
২৫ মে’র মধ্যে সব দল যে কোনো পরিবর্তন আনতে পারবে। সে সময় ১৬ সদস্যের স্কোয়াডে বদল হলেও হতে পারে। ‘বি’ গ্রুপে নামিবিয়ার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওমান। দেখে নেওয়া যাক কুড়ি বিশের বিশ্বকাপের জন্য নামিবিয়ার স্কোয়াড কেমন হয়েছে:
Namibia T20 World Cup Squad🏏🇳🇦#T20WorldCup #EaglesPride #CricketNamibia pic.twitter.com/mmTzz1fo38
— Official Cricket Namibia (@CricketNamibia1) May 10, 2024
গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জেন গ্রিন, মাইকেল ভ্যান লিনজেন, ডিলান লেইচার, রুবেন ট্রাম্পেলম্যান, জ্যাক ব্রাসেল, বেন শিকোঙ্গো, তাঙ্গেনি লুঙ্গামেনি, নিকো ডিভাইন, জেজে স্মিট, জান ফ্রাইলিঙ্ক, জেপি কোটজ, ডেভিড উইসে, বার্নার্ড শোল্টজ, মালান ক্রুগার, পিডি ব্লিগনট।
AN INNINGS TO REMEMBER 🏏💥
Nicol Loftie-Eaton reaching his century & breaking the world record for Fastest T20I century🏏 101(36) #RichelieuEagles #ixu #itstorga #triodata #Airlink #Radiowave #Freshfm #NOVA #EaglesPride pic.twitter.com/SxFnZe5du1
— Official Cricket Namibia (@CricketNamibia1) February 27, 2024