ভারতে এসে বাংলাদেশের সেরা ব্যাডমিন্টন আম্পায়ারের রহস্যজনক মৃত্যু

mysterious death of bangladesh umpire in india: বাংলাদেশের ব্যাডমিন্টনের অন্যতম সেরা আম্পায়ার ইসমাইল নজীব রাসেলের রহস্যজনক মৃত্যু হল ভারতে। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার ছিলেন…

Bangladesh

mysterious death of bangladesh umpire in india: বাংলাদেশের ব্যাডমিন্টনের অন্যতম সেরা আম্পায়ার ইসমাইল নজীব রাসেলের রহস্যজনক মৃত্যু হল ভারতে। বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের প্যানেলভুক্ত আম্পায়ার ছিলেন তিনি। অসমে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা চালাতে গিয়েছিলেন তিনি।

গুয়াহাটি শহরের এক হোটেলে ৫২ বছর বয়সী এই আম্পায়ারের মৃতদেহ মিলেছে।বাংলাদেশের ব্যাডমিন্টনে রাসেল অত্যন্ত পরিচিত মুখ। ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটির সদস্য তিনি।

   

“বিশ্ব ব্যাডমিন্টনের প্যানেলের আম্পায়ার হওয়ায় ম্যাচ পরিচালনা করতে গিয়েছিল। আজ তার ম্যাচ ছিল। কোর্টে যখন সে আসছিল না তখন আয়োজকরা হোটেলে যায়। রুম ধাক্কার পরও না খোলায় দরজা ভাঙা হয়। তখন তারা দেখেন রাসেল আর নেই।’’বলে জানান বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের প্রাক্তন সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা।

দিন কয়েক পরে বাংলাদেশে হতে চলেছে ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এর মাঝেই তার মৃত্যু হল ভারতে। মনে করা হচ্ছে হার্ট অ্যাটাকে তিনি মারা যান।

বাংলাদেশের ব্যাডমিন্টনে বেশ পরিচিত মুখ রাসেল। আম্পায়ারিংয়ের পাশাপাশি ফেডারেশনের বর্তমান কমিটিরও সদস্য তিনি। দক্ষিণ কোরিয়া, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে বড় বড় টুর্নামেন্টে রাসেল আম্পায়ারিং করেছেন।

Ismail Najeeb Russell, who was in Guwahati, India, to officiate an international badminton tournament, was considered one of the best badminton umpires in the country. He died while on duty. The 52-year-old umpire was also a member of the Badminton World Federation panel