দিন চারেক আগে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ চলাকালীন পেয়েছিলেন চোট। স্ট্রেচারে শুয়ে মাঠ ছেড়েছিলেন। শুক্রবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৪- এর (IPL 2024) প্রথম ম্যাচে নিলেন চার উইকেট।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করতে নেমে চাপে পড়ে গিয়েছিল আরসিবি। চিপকের উইকেটে ৭৮ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়েছিল দল। অনুজ রাওয়াত ও অভিজ্ঞ দীনেশ কার্তিক রুখে না দাঁড়ালে বিরাট কোহলিদের দলগত রান হতে পারতো আরও কম। নির্ধারিত কুড়ি ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭৩ রান তুলতে সক্ষম হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ছয় উইকেটের মধ্যে চার উইকেট নিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজুর রহমানের বলে খুব একটা সুবিধা করতে পারেননি আরসিবি ব্যাটাররা। প্রথম তিন ব্যাটসম্যানকে আউট করেন বাংলাদেশের পেসার। বিরাট কোহলি (২১), অধিনায়ক ফাফ দু প্লেসিস (৩৫), রজত পতিদার (০) রহমানের বল উইকেট হারিয়েছেন। মিডল অর্ডারে নামা ক্যামেরুন গ্রিনের ইনিংস মাত্র ১৮ রানে থামিয়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডেতে চোট পেয়েছিলেন তারকা পেস বোলার। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছে তাঁকে। দু’টি উইকেট নিয়েছিলেন। ৯ ওভার বোলিং করে ৩৯ রান দিয়েছিলেন এই ম্যাচে।