
আইপিএলে খেলার স্বপ্ন ভেঙেছে, কিন্তু আত্মবিশ্বাসে একচুল ফাটল নেই। ৯ কোটি ২০ লক্ষ টাকা দর পেলেও এবারের আইপিএলে খেলার অনুমতি পাননি মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। বিসিসিআইয়ের সিদ্ধান্তে মেগা টুর্নামেন্টে তাঁর অংশগ্রহণ আপাতত বন্ধ। স্বাভাবিকভাবেই এমন খবরে হতাশা থাকার কথা, তবে মাঠে ও মাঠের বাইরে মুস্তাফিজ যে এখনও একইরকম শান্ত ও পেশাদার সেটাই স্পষ্ট করলেন সতীর্থ ও রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান।
বাংলাদেশের ম্যাচ সরলেই কোটি টাকার ধাক্কা ভারতের? ICC সিদ্ধান্তেই ভবিষ্যৎ!
বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের জার্সিতে খেলছেন মুস্তাফিজুর। রবিবার ঢাকা ক্যাপিটালসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে তাঁর বোলিংই পার্থক্য গড়ে দেয়। প্রথমে ব্যাট করে রংপুর তোলে ১৫৫ রান। জবাবে ১৯ ওভার পর্যন্ত ঢাকার জয় প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। শেষ ওভারে দরকার ছিল মাত্র ১০ রান, হাতে ছিল ৬ উইকেট। ঠিক তখনই দায়িত্ব নেন মুস্তাফিজ। চাপের মুহূর্তে নিখুঁত লাইন-লেন্থে বল করে তিনি দেন মাত্র ৪ রান। নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় রংপুর রাইডার্স।
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মুস্তাফিজের প্রশংসায় মুখর হন নুরুল হাসান। তিনি বলেন, “আমরা সবাই জানি মুস্তাফিজুর বিশ্বমানের বোলার। দীর্ঘদিন ধরে সে সেটা প্রমাণ করে আসছে। ওর বোলিংয়ের ওপর সবারই ভরসা আছে। নতুন করে বলার কিছু নেই।”
নিরাপত্তার প্রশ্নে টুর্নামেন্টের সূচি কি পরিবর্তিত হবে? ICC নিয়মে…
এই ম্যাচ চলাকালীনই মুস্তাফিজুর জানতে পারেন, এবারের আইপিএলে তাঁর খেলা হচ্ছে না। তবু মানসিকভাবে তিনি ভেঙে পড়েননি বলেই জানালেন নুরুল। রংপুর অধিনায়ক বলেন, “নিশ্চয়ই কিছুটা হতাশা আছে। কিন্তু মুস্তাফিজ একদম শান্ত আছে, ওকে দেখে বোঝা যায়নি যে ও মানসিকভাবে ভেঙে পড়েছে।”
আইপিএল থেকে বাদ পড়ার পর প্রথমবার সোশাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়াও জানান মুস্তাফিজুর। ম্যাচ শেষে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘প্রয়োজনের সময়ে ভালো পারফর্ম করতে পেরে খুব খুশি। পরের ম্যাচে নামার জন্য মুখিয়ে আছি।’
Pleased to step up when it matters. Glad to contribute in the victory. Onto the next one. 👊🏻 pic.twitter.com/2IFwjJn0ge
— Mustafizur Rahman (@Mustafiz90) January 4, 2026
আইপিএলের দরজা আপাতত বন্ধ হলেও মাঠের লড়াইয়ে মুস্তাফিজুর যে এখনও বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য পেস অস্ত্র রংপুরের জয়ে তা আবারও প্রমাণিত। হতাশার মাঝেও পেশাদারিত্ব আর পারফরম্যান্সেই নিজের জবাব দিচ্ছেন ‘দ্য ফিজ’।










