আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে (U19 World Cup) টিম ইন্ডিয়ার বিজয় রথ অপ্রতিরোধ্য। গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সুপার সিক্সে উঠেছে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতীয় দল। এবার সুপার সিক্সেও জয় দিয়ে শুরু করেছে ভারতের যুব দল।
সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল টিম ইন্ডিয়া। এই ম্যাচে একতরফা জয় পেয়েছে ব্লু ব্রিগেড। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে বড় রান ফলে ভারতীয় দল। মুশির খানের দ্বিতীয় সেঞ্চুরি এবং ওপেনার আদর্শ সিংয়ের ৫২ রানের সাহায্যে ভারত ৫০ ওভারে আট উইকেটে ২৯৫ রান করতে সক্ষম হয়। ১২৬ বলে ১৩টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ১৩১ রান করেন মুশির। মুশির সরফরাজ খানের ভাই। একই সঙ্গে বোলিংয়েও অসাধারণ পারফরম্যান্স করেন তিনি। বল হাতে নিজের দখলে নেন ২ উইকেট।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯৬ রানের টার্গেট দিয়েছিল ভারত। কিন্তু নিউজিল্যান্ড দল এই লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ৮১ রান করে অলআউট হয়ে যায় তারা। এমন পরিস্থিতিতে এই ম্যাচে ২১৪ রানে জিতে নেয় টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার হয়ে এই ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেন সৌম্য পাণ্ডে। ১০ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন সৌম্য পান্ডে।
Another stellar bowling performance & another win for the #BoysInBlue in the #U19WorldCup! 👏👏#TeamIndia register a 214-run win over New Zealand U19 👌👌
Scorecard ▶️ https://t.co/UdOH802Y4s#INDvNZ pic.twitter.com/tFfu3lVqSg
— BCCI (@BCCI) January 30, 2024
আইসিসি অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার যাত্রা এখনও পর্যন্ত উল্লেখযোগ্য। গ্রুপ পর্বে বাংলাদেশ, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র দলকে পরাজিত করেছিল দল। একই সঙ্গে নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জয়ের আরও কাছে টিম ইন্ডিয়া। এরপর টিম ইন্ডিয়া সুপার -সিক্সে নেপালের বিরুদ্ধে তাদের দ্বিতীয় এবং শেষ ম্যাচ খেলবে। তারপর সেমিফাইনাল।