East Bengal: ক্লাব ও সমর্থকদের নিয়ে কী বললেন বোরহা?

কার্লোস কুয়াদ্রাতের কাঁধে লাল-হলুদের (East Bengal) দায়িত্ব গ্রহণের পর থেকেই ধীরে ধীরে বদলে গিয়েছে গোটা দলের পরিস্থিতি। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন…

Borja Herrera Shares Thoughts on East Bengal Club and Fans

কার্লোস কুয়াদ্রাতের কাঁধে লাল-হলুদের (East Bengal) দায়িত্ব গ্রহণের পর থেকেই ধীরে ধীরে বদলে গিয়েছে গোটা দলের পরিস্থিতি। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি নির্বাচনেও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন নতুন কোচ। তার পছন্দ অনুযায়ী সাধ্যমত দল গঠনের কাজ করেছে ম্যানেজমেন্ট।

যার দরুন এ বছর ডুরান্ডের চ্যাম্পিয়ন নির্ধারণ ম্যাচ খেলে দল। সেখানে পরাজিত হতে হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগানের কাছে। কিন্তু কিছুতেই হাল ছাড়েনি দলের ফুটবলাররা। যারফলে, দলের ফুটবলারদের অদম্য লড়াইয়ে অবশেষে আসে সাফল্য। শক্তিশালী ওডিশা এফসিকে হারিয়ে এবছর সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

সেই নিয়েই এখনো মাতোয়া সকলে। তবে এই আনন্দের পরিবেশের মধ্যে কিছুটা হলেও হতাশ হয়েছেন সমর্থকরা। আসলে এই লাল-হলুদের সংসার থেকে এবার বিদায় নিয়েছেন স্প্যানিশ তারকা বোরহা হেরেরা। লোনের মাধ্যমে তিনি যোগ দিয়েছেন মানালো মার্কেজের এফসি গোয়াতে। অর্থাৎ বাকি ম্যাচগুলো গোয়ার জার্সিতেই খেলবেন হেরেরা।

অপরদিকে বোরহার বদলে লাল-হলুদে যোগ দিচ্ছেন আরেক দাপুটে স্প্যানিশ। তিনি ভিক্টর ভাসকুয়েজ। পূর্বে বার্সেলোনার পাশাপাশি একাধিক হাইপ্রোফাইল টিমে খেলেছেন তিনি। খুব দ্রুততার সাথে স্প্যানিশ তারকাকে শহরে আনতে চাইছে ম্যানেজমেন্ট। তবে বিগত কয়েক মাসে লাল-হলুদের সংসারে যথেষ্ট মানিয়ে নিয়েছিলেন বোরহা। তাই দল ছাড়ার সবাই যথেষ্ট আবেগপ্রবণ হয়ে ওঠেন তিনি।

ইস্টবেঙ্গল ক্লাব থেকে শুরু করে সমর্থকদের প্রসঙ্গ নিয়ে তিনি লেখেন, এবার সময় এসেছে গত কয়েক মাসের জন্য সকলকে ধন্যবাদ জানানোর। সেইস সময় যথেষ্ট পরিশ্রম গিয়েছে। তারপর সাফল্য ও এসেছে। আমরা টানা দুটি ফাইনাল খেলেছি। একটিতে জিতেছি।একটিতে রানার্স হয়েছি। আমি সমস্ত কিছু অর্জন করেই ছাড়ছি। প্রায় ১২ বছর পর আমরা এতবড় ট্রফি জিতেছি। সেইসাথে দুটি ডার্বি ম্যাচ। এই সমস্ত কিছুই আমার মনের মধ্যে থাকবে‌। জয় ইস্টবেঙ্গল।