বহু বছরের অপেক্ষার অবসান ঘটে এবার জাতীয় স্তরের কোনো ট্রফি এসেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে। স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে এই মরশুমে কলিঙ্গ সুপার কাপ জিতেছে দল। বহু কষ্টে তারা পরাজিত করেছে শক্তিশালী ওডিশা এফসিকে। যারফলে, আবার আন্তর্জাতিক পর্যায়ে লড়াই করবে লাল-হলুদ ব্রিগেড। এই নিয়ে খুশির আমেজ এখনো রয়ে গিয়েছে সমর্থকদের মধ্যে।
কিন্তু আইএসএলে অংশগ্রহণ করার পর থেকে এখনো পর্যন্ত খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি ময়দানের এই প্রধানের। প্রতি মরশুমে লিগ টেবিলের তলানিতেই থাকতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে কোচের পাশাপাশি ম্যানেজমেন্টের ফুটবলার নির্বাচন নিয়ে ও উঠেছে একাধিক প্রশ্ন। আসলে দল গঠনের ক্ষেত্রে বারংবার যেন বাঁধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক স্বচ্ছলতা। এই পরিস্থিতিতে এবার সক্রিয়তা দেখালেন মুরারী লাল লোহিয়া।
বর্তমানে জুপিটার ওয়াগনসের কর্নধার থাকার পাশাপাশি লাল-হলুদ শিবিরের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যুক্ত রয়েছেন তিনি। দলের উন্নতির স্বার্থে এবার আর্থিক দিক থেকে সহায়তা করার জন্য এবার এগিয়ে এলেন তিনি। উল্লেখ্য, গত মরশুম থেকেই ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টর হিসেবে যুক্ত রয়েছে ইমামি। তাদের সহায়তায় গত মরশুম থেকে ফুটবলার চূড়ান্ত করে আসছে দল।.
কিন্তু দলের পারফরম্যান্সের ক্ষেত্রে বারংবার যেন বাঁধ সেধেছে আর্থিক সমস্যা। সেজন্য, সীমিত শক্তি নিয়েই লড়াই চালিয়ে আসছে ইস্টবেঙ্গল। যার প্রভাবে বছর বছর পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই কাটাতে হচ্ছে ময়দানের এই প্রধানকে। লগ্নিকারী সংস্থার তরফ থেকে এবছর আর্থিক ক্ষেত্রে কিছুটা সক্রিয়তা দেখানো হলেও তা যে খুব একটা যথেষ্ট নয় তা ভালো মতোই আন্দাজ করতে পারছেন সকলে।
এই পরিস্থিতিতে এবার সহায়তা করবেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট। একটি জনপ্রিয় মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি শুধু ইস্টবেঙ্গল নয়। বাংলার ফুটবলের উন্নতি চাই। ক্লাবের তরফ থেকে বহুদিন ধরেই আমাকে যুক্ত হওয়ার কথা বলা হলেও বিবিধ কারনে তা সম্ভব হয়নি। তবে এখন অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় আবারও ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছি।
জুপিটার ওয়াগনস এর কর্ণধার বর্তমান ইস্টবেঙ্গল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মুরারী লাল লোহিয়া ইস্টবেঙ্গলের আগামী দিনে আরো বড়ো লগ্নির পাশাপাশি ক্লাবের নিজস্ব ফুটবল অ্যাকাডেমি থেকে অনেক ফুটবলার উঠে আসুক চাইছেন।#EastBengalFC #TorchBearers pic.twitter.com/MFzOc1faN9
— Tᴏʀᴄʜ Bᴇᴀʀᴇʀs 🔴🟡 (@TORCH__BEARERS) February 23, 2024
বর্তমানে বিনিয়োগকারীদের তরফ থেকে অর্থ মিললেও তা একটি নির্দিষ্ট মাত্রা ধার্য করে দিয়েছে। তার অধিক কোনো ভাবেই পাওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে লাল-হলুদের জন্য কাউকে দরকার ছিল। আমি যেকোনো প্রয়োজনে দলকে সাহায্য করতে চাই।